সোমবার ১৭ মার্চ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গল বন্দ নগর অবস্থিত হুরে জান্নাত মহিলা মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাদ্রাসার অতিথিবৃন্দ ও পর্দার আড়ালে থাকা ছাত্রীদের নিয়ে মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফাহাদুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা করেন চ্যানেল a1 এর সহ সম্পাদক আকতার হোসেন , বাংলাদেশ বুলেটিন এর সোনারগাঁ প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম, সমকালীন কাগজ এর স্টাফ রিপোর্টার ইব্রাহিম হোসেন সহ আরো অনেকে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ফাহাদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ইফতার করানো ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার ও দোয়া মাহফিল নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়।