বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, অনেকেই নির্বাচনের কথা বলছেন। আমরাও চাই হোক। কিন্তু আগের মতো যেনতেন নির্বাচন বাংলাদেশের জন্য কল্যাণমুখী নয়। তবে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া প্রয়োজন।চব্বিশে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এ অর্জন আমরা ধরে রাখতে পারছি না। এরই মধ্যে অনেকে ক্ষমতায় বসার প্রতিযোগিতায় নেমেছেন। তবে আমরা এ রাজনীতি চাই না। মানুষের কল্যাণে রাজনীতিই আমাদের অন্যতম লক্ষ্য। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লার ফান টাউন অডিটরিয়ামে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা চেয়েছিলাম স্থানীয় নির্বাচন আগে হোক। কেননা গ্রামপর্যায়ের মানুষের ভোগান্তির শেষ নেই। কেননা ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু কিংবা চারিত্রিক সনদ নিতে গেলে হয়রানির শিকার হন মানুষ। এজন্য আমরা কোনো দলের অধীনে স্থানীয় নির্বাচন চাই না। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
মানুষের কল্যাণে রাজনীতিই আমাদের অন্যতম লক্ষ্য : আবদুল্লাহ মো. তাহের
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
- আপডেট সময় ০১:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৫৩৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ