নতুন ছবির ঘোষণা দিলেন অর্জুন কাপুর। বুধবার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিজেই জানিয়েছেন। অভিনেতার পোস্ট করা ছবিতে রয়েছেন ছবির দুই নায়িকা। তারা হলেন- ভূমি পেড়নেকর ও রকুল প্রীত সিংহ।
তবে ছবি সম্পর্কে খুব বেশি তথ্য খোলসা করেননি অর্জুন। জানা গেছে, এই ছবির শুটিং এরইমধ্যে অর্ধেকের বেশি শেষ হয়েছে। মূলত কমেডি ঘরানার এই ছবির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি।
অর্জুনের কথায়, ‘ছবির শিরোনাম খুব তাড়াতাড়ি জানানো হবে।’ প্রসঙ্গত, অর্জুন এই ছবির ঘোষণা দিলেও এখন পর্যন্ত নির্মাতারা ছবিটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি।
উল্লেখ্য, এর আগে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে রকুলের সঙ্গে জুটি বেঁধেছিলেন অর্জুন। অন্যদিকে ভূমির সঙ্গে দর্শক অর্জুনকে ‘দ্য লেডি কিলার’ ছবিতে দেখতে পাবেন।