ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. হোসাইন (৩৫), তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। অন্যজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের (ওসি) মাহবুবুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বালুবোঝাই একটি ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকচালক হোসাইন ঘটনাস্থলে মারা যান। আহত হন অন্তত ৯ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, নাটোর সদরের নাটোর-রাজশাহী মহাসড়কের চানপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়িচাপায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. হোসাইন (৩৫), তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। অন্যজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের (ওসি) মাহবুবুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বালুবোঝাই একটি ট্রাক সিংড়ার দিকে যাওয়ার সময় ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকের পেছনে আসা আরও চারটি ট্রাক একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকচালক হোসাইন ঘটনাস্থলে মারা যান। আহত হন অন্তত ৯ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, নাটোর সদরের নাটোর-রাজশাহী মহাসড়কের চানপুর এলাকায় ভোরে অজ্ঞাত গাড়িচাপায় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন।