বিশ্বব্যাপী জনপ্রিয় ‘কোক স্টুডিও’ বাংলাদেশেও বেশ সাড়া ফেলেছে। এই আয়োজনের প্রথম সিজনে মজেছেন দেশের সংগীতপ্রেমীরা। এবার শুরু হতে যাচ্ছে ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজন।
জানা গেছে, এই আয়োজনের দ্বিতীয় সিজনে গান করবেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গায়িকা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। রুনা লায়লা বলেন, ‘কোক স্টুডিওর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভালো হয়েছে।’
আরও জানা গেছে, কোক স্টুডিও বাংলার নতুন সিজনে সংগীতায়োজন করবেন শায়ান চৌধুরী অর্ণব ও ইমন চৌধুরী। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশ হয় আয়োজনটির প্রথম গান ‘নাসেক নাসেক’। এতে সমন্বয় করা হয়েছে হাজং ভাষার একটি গানের সঙ্গে একটি বাংলা লোকগানের। যা প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পায়। মোট ১০টি গান দিয়ে এই আয়োজনের প্রথম সিজনের ইতি টানা হয়।