জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর নিজেদের স্বভাবসুলভ আচরণ ভুলে যাননি জাপানিরা। তাইতো কাতার বিশ্বকাপের চলমান আসরে আবারো সুনাম কুড়িয়েছেন গ্যালারিতে থাকা জাপানি দর্শকরা। এবারও কারণ, গ্যালারিতে দর্শকদের ফেলে যাওয়া ময়লা পরিষ্কার করা।
বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জার্মানদের ২-১ গোলে হারিয়েছে সূর্যোদয়ের দেশটি। ঐতিহাসিক ওই জয়ের পর উল্লাসের মধ্যেও জাপানিদের গ্যালারির ময়লা পরিষ্কার করার কিছু ছবি সামাজিক মাধ্যমে উঠে এসেছে।
এসব ছবিতে দেখা যায়, খেলা শেষ হওয়ার পর দর্শকরা চলে গেলেও কিছু সংখ্যক জাপানি নাগরিক গ্যালারিতে পড়ে থাকা পলিথিন, পানির বোতল, চিপসের প্যাকেট সরিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে জাপানি এক নাগরিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, কোনো স্থান পরিষ্কার না করে আমরা সেখান থেকে চলে আসতে পারি না। এটা আমাদের শিক্ষার একটি অংশ, প্রতিদিনের জানার বিষয়ও।
গত ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের ম্যাচেও সাধারণ দর্শক হিসেবে আল বাইত স্টেডিয়ামে খেলা উপভোগ করেন একদল জাপানি দর্শক। সেদিনও ম্যাচের পর গ্যালারি পরিষ্কার করে আলোচনায় আসেন তারা।
২০১৮ বিশ্বকাপের সময় স্টেডিয়ামের ময়লা আবর্জনা পরিষ্কার করে সবার নজর কেড়েছিল জাপান। সেই বিশ্বকাপে ফেয়ার প্লের পুরস্কারও জিতেছিল এশিয়ার দলটি।