আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য খুলনা-৬ আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে আগামী নির্বাচনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
৯ ফেব্রুয়ারী রবিবার খুলনা আল-ফারুক সোসাইটিতে আয়োজিত সমাবেশে প্রার্থী ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
পরে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পাইকগাছা, কয়রার গরীব-দুঃখী-মেহনতি মানুষের পাশে থেকে নির্বাচন করতে চাই। তারা আমাকে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করলে তাদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাবো। এখানে থাকবে না কোনো দুর্নীতিবাজ, চাঁদবাজ, সন্ত্রাসী, মাদক, জুয়া, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, হরিণ শিকার। সাধারণ মানুষ নির্ভয়ে চলতে পারবে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে কয়রার মানুষ এবার জামায়াতে ইসলামীর প্রার্থী বেছে নেবে বলে আমি মনে করি।