জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের মোবাইল ফোন চুরি করতে গিয়ে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে ধরে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৯ ফ্রেরুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ওভারব্রিজ থেকে তৌহিদ খান নামের এক যুবক হাতেনাতে ধরেন৷ এরপর উত্তম-মধ্যম দিয়ে চোর সদস্যদের পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা৷
জহরুল ইসলাম নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমি মেয়েকে নিয়ে ওভারব্রিজ পার হওয়ার মুহুর্তে দেখি আমার পকেটে মোবাইল নাই। কোনো একজন পকেটে হাতদিলো পরে চারদিকে তাকিয়ে কিছু পাইলাম না। হঠাৎ একটু পরে একটা ছেলে আমাকে বললো ভাই এই মোবাইল টা কি আপনার। ওই ছেলে দুই চোরের হাত থেকে মোবাইলটি রক্ষা করে আমাকে দিয়েছে।
এ ব্যাপারে তৌহিদ খান বলেন, আমি বই দিতে ডেইরির সামনে লাইব্রেরিতে এসেছিলাম। বই দেওয়ার পর ওভারব্রিজ উঠলে দেখতে পাই একটা লোক মোবাইলটা পকেট থেকে বের করে অন্য জনের কাছে দিয়ে দিলো। পরে আমি সাথে সাথে হাতেনাতে তাকে ধরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে আসি৷
এদিকে ভর্তি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীর অবিভাবক নাসরিন সুলতানা বলেন, আমি সমাজবিজ্ঞানের দিকে যাচ্ছিলাম। আমার ব্যাগের ভিতর একটা মোবাইল ছিলো। ব্যাগ থেকে মোবাইলটি নিয়ে নেওয়া হয়েছে। আমার ধারণা এই সিন্ডিকেটের সদস্যরাই এই কাজ করেছে।
সর্বশেষ তথ্যমতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হস্তক্ষেপে আশুলিয়া থানাতে ২ জনকে সোপর্দ করা হয়। মোবাইল যাদের চুরি হয়েছে সবাইকে জিডি করতে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।