বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল সমাবেশে অংশ নেয়।
মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারি) দুপুর ১২ঃ৩০ মিনিট থেকে একত্রিত হয় সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়,নৃবিজ্ঞান বিভাগের (২৩-২৪ সেশনের) প্রথম বর্ষের শিক্ষার্থী এস.এম.সানবিন সিফাত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন এবং বন্ধু-বান্ধবের সাথে দীর্ঘদিন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে হাসি তামাশায় লিপ্ত থাকতো। এরই প্রতিবাদে শতাধিক শিক্ষার্থীর আগমনে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা রাখেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শ্রেষ্ঠ মহামানব। তাকে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তায়ালা রাসূলের প্রশংসা করে বিভিন্ন আয়াত নাযিল করেছেন। একজন মুসলমান কখনো তার রাসুলের প্রতি অবমাননা মেনে নেবে না। পৃথিবীর কোন ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট তিনি জোরালো দাবী জানায়।
এ সময় বক্তৃতা রাখেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২২-২৩ সেশনের এক শিক্ষার্থী, তিনি বলেন প্রশাসন বিগত ঘটনাগুলোতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার অভাবে বারবার ইসলাম বিদ্বেষীরা রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কে অপমান করছে। এর পূর্বেও প্রণয় দাস নামে এক শিক্ষার্থী হজ্ব ও জিহাদ নিয়ে কটূক্তি করেছিলো। এছাড়াও আইন বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন স্বাধীন রাসূল( সা.) ও আয়েশা (রা.) পবিত্র বিবাহ নিয়ে কটূক্তি করেছিল। এগুলোর জবাবে প্রশাসনের কার্যকরী কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। তিনি আরো বলেন এ অবস্থা চলতে থাকলে ক্যাম্পাসে ও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। দেশব্যাপী কিছু বিদেশি চক্র ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামার জন্য সুযোগের অপেক্ষায় থাকে।এ সময় উপস্থিত ছিলেন চবি রোভার স্কাউট ড্রেনের এস.আর.এম মারুফ ইসলাম সাজ্জাদ, সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা।
তিনি দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোন ব্যক্তির পক্ষেই কাম্য নয়। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিল করা, ক্যাম্পাস থেকে বহিষ্কার করা সহ বিভিন্ন দাবি প্রশাসনে নিকট তুলে ধরে।
এছাড়া নৃবিজ্ঞান ২৮ তম ব্যাচের শিক্ষার্থীরা তাকে বহিষ্কারের দাবিতেও অংশগ্রহণ করে। এ সময় মিছিলে নানা স্লোগান নারায়ে তাকবীর.. আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা .. হুশিয়ার সাবধান, বিশ্ব নবীর অপমান .. সইবে না এই মুসলমান নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়।
সংবাদ শিরোনাম ::
মহানবী ( সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
-
সালাহ উদ্দিন আহমেদ
- আপডেট সময় ০৮:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৪২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ