পহেলা ফেব্রুয়ারি ২০২৫ পীরগাছা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২:০০ ঘটিকায় ২০২৩ -২৪ অর্থবছরের ১৭ তম বার্ষিক সাধারণ সভা উপজেলা পরিষদ হল রুমে দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অফ বাংলাদেশ – এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আগষ্টিন পিউরীফিকেশন, চেয়ারম্যান কালব লিমিটেড, রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জনাব আলিমুর রেজা খান, নরেশচন্দ্র বিশ্বাস ট্রেজারের কালব লি:, পীরগাছা ক্লাসটার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, ওয়াজেদ আলী খান ডিরেক্টর কালব লিমিটেড, “খ” অঞ্চল।
জেনারেল ম্যানেজার কালব লিমিটেড প্যাট্রিক পালমা, জনাব শেখ শহিদুল ইসলাম ডিরেক্টর কালব লিমিটেড ‘খ’ অঞ্চল মোহাম্মদ আলী জিন্নাহ সাবেক ভাইস চেয়ারম্যান কালব লি: এছাড়াও জনাব আতিকুল্লাহ খান সেক্রেটারি কালব লি:, লায়লা আক্তার মোতালেব ভাইস চেয়ারম্যান কালব লিমিটেড সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ জিল্লুর রহমান চেয়ারম্যান পীরগাছার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। তিনি বক্তৃতা কালে বলেন “যারা ঋণ খেলাপি করেছেন তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব”।