ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হবে: বেরোবি উপাচার্য

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

রংপুর, ৩০ জানুয়ারি ২০২৫: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী জানিয়েছেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রথম থেকেই উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, যা ৩৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করেছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করছে।”

তিনি রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আহতদের চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজের আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়। তাদের সার্বিক সহায়তায় আমরা কৃতজ্ঞ।”

রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে পেরে তারা গর্বিত। তিনি বলেন, “ভবিষ্যতেও আহত শিক্ষার্থীদের চিকিৎসায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ২৯ ও ৩০ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজের মেডিকেল বোর্ড তাদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ইকো ভিলেজ ডিজাইন শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হবে: বেরোবি উপাচার্য

আপডেট সময় ০৬:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

রংপুর, ৩০ জানুয়ারি ২০২৫: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী জানিয়েছেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রথম থেকেই উদ্যোগ নিয়েছি। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, যা ৩৯ জন আহত শিক্ষার্থীকে শনাক্ত করেছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করছে।”

তিনি রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আহতদের চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজের আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়। তাদের সার্বিক সহায়তায় আমরা কৃতজ্ঞ।”

রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে পেরে তারা গর্বিত। তিনি বলেন, “ভবিষ্যতেও আহত শিক্ষার্থীদের চিকিৎসায় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ারসহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ২৯ ও ৩০ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজের মেডিকেল বোর্ড তাদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করে।