কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ১০ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরাদুল মুস্তাকীম মুরাদ। বুধবার (২৯ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। নবনির্বাচিত কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নাঈমুর রহমান রিজভী (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক সংবাদ), তথ্য ও পাঠাগার সম্পাদক হাসিবুল ইসলাম সবুজ (দৈনিক খোলা কাগজ)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান (দৈনিক সমকাল), জাহিদুল ইসলাম (দৈনিক রূপালী বাংলাদেশ)। এর আগে সকাল ১০ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান।
সংবাদ শিরোনাম ::
কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক মুরাদ
-
মোঃ মাহফুজ আনোয়ার
- আপডেট সময় ১২:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- ৫২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ