ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয় যে কারণে

 

দর্শকের ভালোবাসা নিয়ে অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া। এর মধ্যে ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘আইতরাজ’ উল্লেখযোগ্য। 

তবে ২০০৫ সালের পর চিত্রটা বদলে যায় হঠাৎ। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন অক্ষয়। পরিচালক সুনীল দর্শনও ফাঁস করে দিয়েছিলেন, অক্ষয়ের জীবনে দাম্পত্যকলহের কথা। স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার মাখো মাখো পর্দাপ্রেম টুইঙ্কল খান্না মোটেও ভালো চোখে দেখেননি।

২০০৫ সালে ‘বারসাত’ সিনেমায় প্রিয়াঙ্কা এবং বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছেছিলেন পরিচালক। প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোম্যান্টিক এবং উত্তেজক গানের ভিডিও শুটও করা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরই পিছু হটেন অক্ষয়। তার জায়গায় নায়ক হিসাবে আসেন ববি দেওল। পরিচালক সুনীল জানান, টুইঙ্কল পছন্দ করতেন না বলেই অক্ষয় এই সিদ্ধান্ত নেন।

সুনীল আরও বলেন, অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিল। তাদের ব্যক্তিত্বেও বেশ মিল। একসঙ্গে দেখাতও চমৎকার। কোনো ঘনিষ্ঠ দৃশ্যেই কুৎসিত লাগেনি দু’জনকে, বরং স্বাভাবিক, সুন্দর দেখাত। তবে টুইঙ্কলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয় যে কারণে

আপডেট সময় ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

 

দর্শকের ভালোবাসা নিয়ে অনেক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া। এর মধ্যে ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘আইতরাজ’ উল্লেখযোগ্য। 

তবে ২০০৫ সালের পর চিত্রটা বদলে যায় হঠাৎ। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন অক্ষয়। পরিচালক সুনীল দর্শনও ফাঁস করে দিয়েছিলেন, অক্ষয়ের জীবনে দাম্পত্যকলহের কথা। স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার মাখো মাখো পর্দাপ্রেম টুইঙ্কল খান্না মোটেও ভালো চোখে দেখেননি।

২০০৫ সালে ‘বারসাত’ সিনেমায় প্রিয়াঙ্কা এবং বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছেছিলেন পরিচালক। প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোম্যান্টিক এবং উত্তেজক গানের ভিডিও শুটও করা হয়ে গিয়েছিল। কিন্তু তারপরই পিছু হটেন অক্ষয়। তার জায়গায় নায়ক হিসাবে আসেন ববি দেওল। পরিচালক সুনীল জানান, টুইঙ্কল পছন্দ করতেন না বলেই অক্ষয় এই সিদ্ধান্ত নেন।

সুনীল আরও বলেন, অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিল। তাদের ব্যক্তিত্বেও বেশ মিল। একসঙ্গে দেখাতও চমৎকার। কোনো ঘনিষ্ঠ দৃশ্যেই কুৎসিত লাগেনি দু’জনকে, বরং স্বাভাবিক, সুন্দর দেখাত। তবে টুইঙ্কলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়।