ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গলাচিপায় জমিজমা বিরোধের জেরে গুরুতর আহত ৫ জন হাসপাতালে কাতরাচ্ছে

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাসিয়ার চরে। আহতরা হলেন ভূমিহীন মন্টু খা (৬০), বাবুল খা (৫০), আবুল খা (৪০), এনছান আলী খা (৬০) ও ছত্তার হাওলাদার (৭০)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১-৫ নম্বর বেডে ৫ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে মন্টু খার ২টি হাত ভেঙ্গে যায়, বাবুল খার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম হয়েছে এবং এনছান আলী খার বাম হাতে সেলাই লেগেছে। অন্য ২ জনের শরীরে কালো কালো দাগ আছে। এ বিষয়ে মারধরের শিকার ভূমিহীন মন্টু খা বলেন, বুধবার ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাঙ্গাসিয়ার চরে প্রতিপক্ষ ছালাম খা, মইনুল খা, রুহুল খা, মনির খা, নুরু খা, কামাল মোল্লার নেতৃত্বে কয়েকজন মিলে আমাদের উপর হামলা চালায়। আমরা আমাদের জমিতে কৃষিকাজ করতে গেলে প্রতিপক্ষরা আমাদেরকে এলোপাথারীভাবে মারধর করলে ডাকচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে আহত ভূমিহীন এনছান আলী খা বলেন, সরকার বাহাদুর আমাদেরকে এই জমি ডিসিআর দিয়েছে এবং চাষাবাদ সহ ভোগ দখলের অনুমতি দিয়েছে। আমরা সরকার বাহাদুরের খাজনাদী পরিশোধ করে হালে লাঙ্গলে চাষাবাদ করে ভোগ দখল করে আসছি। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী কুচক্রীমহল আমাদেরকে এই জমি থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে আসছে। এরই প্রেক্ষিতে বুধবার তারা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করে। এলাকাবাসী সময়মত উপস্থিত না হলে তারা আমাদেরকে প্রাণে মেরে ফেলত। আমরা বৈষম্যের শিকার হয়েছি। ডিসিআর পেয়েও জমিতে কৃষি কাজ করতে গেলে মারধরের শিকার হচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে সকলের অধিকার নিশ্চিতের কারণে যে আন্দোলন হয়েছে তা কিছু প্রভাবশালী মহল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাই বৈষম্যবিরোধী নেতাকর্মী তথা সমন্বয়ক সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমাদের মত ভূমিহীনরা নির্বিঘ্নে চাষাবাদ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি। এ বিষয়ে প্রতিপক্ষ ছালাম খা, রুহুল খা, মনির খা, নুরু খা বলেন, এখানে আমাদেরও জমি আছে। তারাও আমাদেরকে মারধর করেছে। এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল হাওলাদার ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, দেখব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুড়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ

গলাচিপায় জমিজমা বিরোধের জেরে গুরুতর আহত ৫ জন হাসপাতালে কাতরাচ্ছে

আপডেট সময় ০৩:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাসিয়ার চরে। আহতরা হলেন ভূমিহীন মন্টু খা (৬০), বাবুল খা (৫০), আবুল খা (৪০), এনছান আলী খা (৬০) ও ছত্তার হাওলাদার (৭০)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ১-৫ নম্বর বেডে ৫ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে মন্টু খার ২টি হাত ভেঙ্গে যায়, বাবুল খার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম হয়েছে এবং এনছান আলী খার বাম হাতে সেলাই লেগেছে। অন্য ২ জনের শরীরে কালো কালো দাগ আছে। এ বিষয়ে মারধরের শিকার ভূমিহীন মন্টু খা বলেন, বুধবার ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাঙ্গাসিয়ার চরে প্রতিপক্ষ ছালাম খা, মইনুল খা, রুহুল খা, মনির খা, নুরু খা, কামাল মোল্লার নেতৃত্বে কয়েকজন মিলে আমাদের উপর হামলা চালায়। আমরা আমাদের জমিতে কৃষিকাজ করতে গেলে প্রতিপক্ষরা আমাদেরকে এলোপাথারীভাবে মারধর করলে ডাকচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে আহত ভূমিহীন এনছান আলী খা বলেন, সরকার বাহাদুর আমাদেরকে এই জমি ডিসিআর দিয়েছে এবং চাষাবাদ সহ ভোগ দখলের অনুমতি দিয়েছে। আমরা সরকার বাহাদুরের খাজনাদী পরিশোধ করে হালে লাঙ্গলে চাষাবাদ করে ভোগ দখল করে আসছি। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী কুচক্রীমহল আমাদেরকে এই জমি থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করে আসছে। এরই প্রেক্ষিতে বুধবার তারা একত্রিত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে আহত করে। এলাকাবাসী সময়মত উপস্থিত না হলে তারা আমাদেরকে প্রাণে মেরে ফেলত। আমরা বৈষম্যের শিকার হয়েছি। ডিসিআর পেয়েও জমিতে কৃষি কাজ করতে গেলে মারধরের শিকার হচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে সকলের অধিকার নিশ্চিতের কারণে যে আন্দোলন হয়েছে তা কিছু প্রভাবশালী মহল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাই বৈষম্যবিরোধী নেতাকর্মী তথা সমন্বয়ক সহ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমাদের মত ভূমিহীনরা নির্বিঘ্নে চাষাবাদ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি। এ বিষয়ে প্রতিপক্ষ ছালাম খা, রুহুল খা, মনির খা, নুরু খা বলেন, এখানে আমাদেরও জমি আছে। তারাও আমাদেরকে মারধর করেছে। এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল হাওলাদার ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, দেখব।