ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন বাবুলকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।