ঢাকার আদাবর থানার অন্তর্গত সাবেক ৪৩ নং ওয়ার্ড বর্তমান ৩০ নং ওয়ার্ড প্রবাল হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা মের্সাস জামান হার্ডওয়ারের সত্বধিকার জামান আলী খান এর ছোট ভাই ইয়াকুব আলী খান গত বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ হন।
নিখোঁজ ইয়াকুব আলী খানের আনুমানিক বয়স ৪৪ বছর।নিখোঁজ ব্যক্তির বড়ভাই জামান আলী খান ডিএমপির আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।সংবাদ মাধ্যমের সাথে পরিবারের সদস্যদের কথা হলে তারা জানান ইয়াকুব আলী খান ভদ্র নম্র এবং নামাজি মানুষ।
পরিবারের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধান চান। কোনো সুহৃদ ব্যক্তি তার খোঁজ পেলে ০১৭১৫৭৫৯১৭৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।