টাঙ্গাইলের সখীপুরে শ্বশুরবাড়িতে শখ করে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন জামাতা প্রবাসী ফজলুল হক (৪৫)। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বড়চওনা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামসুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই প্রবাসীর মৃত্যু হয়েছে।
প্রবাসী মৃত ফজলুল হকের বড় ভাই আরিফুল ইসলাম বলেন, তার ছোট ভাই দুই মাসের ছুটিতে এসেছিলেন। আগামী ২৪ ডিসেম্বর ছুটি শেষে বিদেশ যাওয়ার কথা ছিল।