গাজীপুর সিটির ২৬নং ওয়ার্ডের পশ্চিম জয়দেবপুর সুয়ারেজ ড্রেনের উপর দিয়ে ঢালাই সড়ক নির্মাণে বাধা ও টিনের বেড়া দিয়ে কাজ বন্ধ করার অভিযোগ উঠেছে একই এলাকার জুনাব আলীর বিরুদ্ধে। ফলে ৩০-৩৫টি পরিবার ঘরবন্দী হয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না।
স্থানীয় সাবেক সিটি কাউন্সিলর মোহাম্মদ হান্নান মিয়া হান্নু ঢালাই কাজ বন্ধের খবর পেয়ে দেখতে গেলে উনাকেও টিনের বেড়া নির্মাণ করে কাজের প্রতিবন্ধকতা তৈরি করার কড়া হুশিয়ারি দেন। কাউন্সিলর হান্নু অনেক বুঝানোর পরও কর্ণপাত করেননি তিনি।
এ ব্যাপারে জুনাব আলীর ছেলে গাজীপুর কৃষি গবেষণায় বৈজ্ঞানিক হিসাবে কর্মরত মোস্তফা কামাল মামুন জানান যারা রাস্তা ছাড়া জমি কিনে বাড়ি করেছে তার দায় অন্য কেউ নেবে না।
বুধবার বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জুনাব আলীর দাপট দেখা যায়। এসময় তিনি উত্তেজিত হয়ে অসংলগ্ন আচরণ করেন। যা অসহায় পরিবারের লোকজনকে শুধু চেয়ে চেয়ে দেখতে হয়েছে। কেউ তার বিরুদ্ধে টু শব্দটি করার সাহস পাননি।
জুনাব আলী সাফ জানালেন ‘মাফ চাই দোয়া চাই আমি টিনের বেড়া নির্মাণ করবো আর সর্বোচ্চ ৮ ইঞ্চি ছাড় দেব’।
খোঁজ নিয়ে জানা যায় গাজীপুর কৃষি গবেষণার অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেনীর সাঁট মুদ্রাক্ষরিক কর্মকর্তা জুনাব আলী আড়াই কাঠা জমির ওপর একটি ৪তলা বাড়ি নির্মাণ করে বসবাস করেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন ওই বাড়ির প্লান ও গ্যাস সংযোগে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়েছেন জুনাব আলী।
অন্যদিকে বাড়ির ডান পাশ দিয়ে সিটির সুয়ারেজ ড্রেনের উপর দিয়ে ঢালাই সড়ক নির্মাণ চলছিল ৩০- ৩৫টি পরিবারের। যাতে করে লোকজন ভালোভাবে রিক্সা প্রাইভেট কার নিয়ে চলাচল করতে পারে। তবে বাড়ির পেছনে থাকা পরিবারগুলো ভালো থাকবেন এতে বাধা দিচ্ছেন জুনাব।
ওই এলাকার নিজামুদ্দিন শান্ত, ফজলুল হক প্রধান, রুহানুজ্জামান শুক্কুর ও লিয়াকত হোসেন জানান উনার কিছু ক্ষমতাধর আত্মীয় স্বজনের দোহাই দিয়ে উনি এলাকায় প্রায়শই বিতর্কিত ঘটনার জন্ম দিচ্ছেন। ৩৫টি পরিবারের কয়েক শ লোক উনার স্বেচ্ছাচারিতার নিকট জিম্মি হয়ে পড়েছে। এর থেকে মুক্তি চায় এলাকাবাসী।
স্থানীয় ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হান্নান মিয়া হান্নু জানান অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি নৈতিক দায়িত্ববোধ থেকে। দেখি চাচাকে বুঝিয়ে শুনিয়ে রাস্তাটা করা যায় কিনা।