ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল হাতেম আলী কলেজে দ্বাদশ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে কলেজগামী বিশেষ করে শ্রেনীতে পাঠগ্রহনের উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের দ্বাদশ শ্রেনীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. নাজমুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। আরও বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মঈনুল হোসেন ও মো. সাহাবুদ্দিন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, জালাল উদ্দিন আহমেদ, সাহানা খানম, কাজী জাহাঙ্গীর হোসেন ও মো. মনিরুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করনে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশী। শিক্ষার্থীরা কলেজে ৪/৫ ঘন্টা থাকে, দিন-রাতের বাকি সময় থাকে বাবা, মাসহ অভিভাবকদের কাছে। এজন্য বেশী সময় ছেলে-মেয়েদেরকে পড়াশুনার টেবিলে রাখার দায়িত্ব অভিভাবকদের। ছেলে-মেয়েরা কলেজে এসে শ্রেনীতে পাঠগ্রহন করে কি-না, তারও খোঁজ খবর নিতে হবে অভিভাবকদের।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, “এ বছর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কঠোর নির্দেশনা রয়েছে টেস্ট পরীক্ষায় সব বিষয় উত্তীর্ন হতে হবে। এক বিষয়ও অনুত্তীর্ন হলে সে শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।” তাই, এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক হওয়ার আহবান জানান অধ্যক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশাল হাতেম আলী কলেজে দ্বাদশ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষার্থীদেরকে কলেজগামী বিশেষ করে শ্রেনীতে পাঠগ্রহনের উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের দ্বাদশ শ্রেনীর অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মো. নাজমুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। আরও বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মঈনুল হোসেন ও মো. সাহাবুদ্দিন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, জালাল উদ্দিন আহমেদ, সাহানা খানম, কাজী জাহাঙ্গীর হোসেন ও মো. মনিরুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি প্রফেসর মো. হারুন অর রসিদ হাওলাদার বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করনে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশী। শিক্ষার্থীরা কলেজে ৪/৫ ঘন্টা থাকে, দিন-রাতের বাকি সময় থাকে বাবা, মাসহ অভিভাবকদের কাছে। এজন্য বেশী সময় ছেলে-মেয়েদেরকে পড়াশুনার টেবিলে রাখার দায়িত্ব অভিভাবকদের। ছেলে-মেয়েরা কলেজে এসে শ্রেনীতে পাঠগ্রহন করে কি-না, তারও খোঁজ খবর নিতে হবে অভিভাবকদের।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, “এ বছর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কঠোর নির্দেশনা রয়েছে টেস্ট পরীক্ষায় সব বিষয় উত্তীর্ন হতে হবে। এক বিষয়ও অনুত্তীর্ন হলে সে শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।” তাই, এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক হওয়ার আহবান জানান অধ্যক্ষ।