লাকসাম প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সাংবাদিকদের পাঞ্জাবি-ক্যাপ ও নারী সাংবাদিকদের বোরকা-ক্যাপ উপহার দেওয়া হয়।
এরপর বিএস টাওয়ার ২-এর ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয়। তারপর পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় লাকসাম প্রেসক্লাবের নতুন লোগো উন্মোচন করেন লাকসাম প্রেস ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, শাহ মো. নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।