ইসরায়েলি বর্বরতা ও গাজায় হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে “মার্চ ফর গাজা” কর্মসূচিতে অংশগ্রহণ করেছে সর্বস্তরের জনগণ এবং লাখ লাখ মানুষ।
আজ শনিবার (১২ এপ্রিল) গাজায় হামলা বন্ধ এবং নির্যাতিত ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানীর বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ, উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরা এবং সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন।
এ সময় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা ২১ ফুট ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে ঢাকা শহরের বিভিন্ন রাজপথ দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যান।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা No work, No School কর্মসূচি পালন করেছিলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।