ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া শিক্ষার্থী আটক মূল পরীক্ষার্থী বহিষ্কার নির্বাচনের সুনির্দিষ্ট পরিষ্কার রোডম্যাপ চাই -বিএনপি নেতা আব্দুস সালাম কুমিল্লা সাত দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ বগুড়ার গাবতলীতে ফুটবল ও ভলিবল বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের নেতৃত্বে শহিদুল-ইনামুল যশোর সদর উপজেলায় পাট ও ধান বীজ বিতরণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ বেগমগঞ্জে মিথ্যা অভিযোগের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে “প্রতিবাদ সভা” অনুষ্ঠিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • এম রহমান
  • আপডেট সময় ০৮:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৫১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত অনুষদসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দেশের অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের মোট ৪২৩টি আসনের বিপরীতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষার দিনে উপস্থিত ছিল ২,৬২৭ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৬৫.৬৭ শতাংশ ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম।
পরীক্ষার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী রুবাইয়া সিথি বলেন, “প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাও ছিল প্রশংসনীয়।”
ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম অভিভাবকদের বসার জন্য তেরি করা অস্থায়ী টেন্টগুলোয় ঘুরে ঘুরে অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ থেকে আসা দু’জন ছাত্রীর অভিভাবক নজরুল ইসলাম, বরিশাল থেকে আসা অভিভাবক আলমগীর হোসেন, শরীয়তপুর থেকে আসা ফাতেমা, বাউফল থেকে আসা এডভোকেট আমির হোসেনসহ বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে মাদক ও র‍্যাগিংমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সেখানে তিনি শতভাগ সফল হয়েছেন সে সম্পর্কে অবহিত করেন।
অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও সুশৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশ এবং ভিসি’র বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজিক কার্যক্রমের ভুয়শী প্রশংসা করেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা জেলা পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষার ভুয়া শিক্ষার্থী আটক মূল পরীক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছভুক্ত অনুষদসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় দেশের অন্যান্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে পবিপ্রবির মূল ক্যাম্পাসের ৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর কৃষি, মাৎস্যবিজ্ঞান এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের মোট ৪২৩টি আসনের বিপরীতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। পরীক্ষার দিনে উপস্থিত ছিল ২,৬২৭ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণ হার প্রায় ৬৫.৬৭ শতাংশ ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মাদ আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম।
পরীক্ষার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী রুবাইয়া সিথি বলেন, “প্রশ্নপত্র অনেক ভালো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাও ছিল প্রশংসনীয়।”
ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম অভিভাবকদের বসার জন্য তেরি করা অস্থায়ী টেন্টগুলোয় ঘুরে ঘুরে অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং ময়মনসিংহ থেকে আসা দু’জন ছাত্রীর অভিভাবক নজরুল ইসলাম, বরিশাল থেকে আসা অভিভাবক আলমগীর হোসেন, শরীয়তপুর থেকে আসা ফাতেমা, বাউফল থেকে আসা এডভোকেট আমির হোসেনসহ বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে মাদক ও র‍্যাগিংমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সেখানে তিনি শতভাগ সফল হয়েছেন সে সম্পর্কে অবহিত করেন।
অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও সুশৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশ এবং ভিসি’র বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজিক কার্যক্রমের ভুয়শী প্রশংসা করেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।