সিন্দুরী গ্রাম ভিত্তিক সামাজিক, সংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্য ফাউন্ডেশন” সিন্দুরী আমিনপুর , পাবনা এর সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ১৭ (সতেরো) সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ (এক) বছরের জন্য কমিটি ঘোষণা।
৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকী । ঘোষিত কমিটির সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক হলেন মোঃ নুর আলম । এ ছাড়া উপদেষ্টা কমিটির সদস্যসংখ্যা ৩ জন, সহ-সভাপতি ২ জন যুগ্ন সাধারণ সম্পাদক হলেন ২ জন। উপদেষ্টাগণ হলেন মোহাম্মদ ইমরান খান, মিলন মাহমুদ, ও মো রিপন মাহমুদ সহ-সভাপতিগণ হলেন মোঃ সালাউদ্দিন শেখ, মো নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদকগণ হলেন সৌরভ আলি, মো আকাশ শেখ সাংগঠনিক সম্পাদক হলেন মো রুমন খান ।
“তারুণ্য ফাউন্ডেশন” এর প্রধান উপদেষ্টা রেজওয়ান সিদ্দিকী জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবার ও সামাজিক কার্যক্রম করার জন্যে একার পক্ষে বাস্তবায়ন করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব। একারণেই আমারা এলাকার যুবক সমাজরা মিলে এই সংগঠন দাঁড় করিয়েছি। সমাজের ভালোকাজে “তারুণ্য ফাউন্ডেশন” সবসময় সবার পাশে থেকে কাজ করে যাবে।