কুমিলার দেবিদ্বার উপজেলায় ২ নং ওয়ার্ডে পৌরসভার অনুদান বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌর এলাকায় ২ নং ওয়ার্ড ভিংলাবাড়ি এলাকায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় একে একে তলিয়ে যেতে থাকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রায় ২০টি গ্রাম। প্রথম দিকে বানে পানির তীব্রতা বেশি না থাকায়, ঘরবাড়িতে অবস্থান নেওয়া মানুষ হয়ে পড়ে পানিবন্দি। বেরিবাধ এলাকায় প্রায় সকল বাড়ি-ঘর ডুবে যাওয়ায় বেরিবাধে আশ্রয় নেয় বানভাসি মানুষ। এখন পানি কমতে শুরু করায় লোকজন আবার বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। তবে ভয়াবহ এক সাপ্তাহ জুড়ে বানভাসি মানুষদের বন্ধু হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে কাজ করে যাচ্ছেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ আমির হোসেন। সরকারি অনুদান যখনই আসে তখনই ছুটে যান এলাকার গরীব প্রতিবন্ধী অসহায় মানুষের কাছে। বৃহস্পতিবার দুপুরে ২ নং ওয়ার্ড ভিংলাবাড়ী এলাকায় পানিবন্দি বন্যার্ত মানুষের মাঝে পৌরসভার সরকারি অনুদান চাউল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ ইসমাইল মিয়া,মোঃ হারুনুর রশিদ মাস্টার, প্রমুখ।