পাবনা সদর উপজেলাধীন মালিগাছা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের প্রায় ৯ মাস বেতন বকেয়া থাকে।
বকেয়া বেতন প্রদানের জন্য মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুনতাজ আলী সকল ইউপি সদস্যদের নিয়ে আজ সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা ডাকেন।
আলোচনা সভায় এই বকেয়া বেতন চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় এক পর্যায়ে ইউপি সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে যায় একভাগ চেয়ারম্যানের পক্ষ নেয় আর এক ভাগ বকেয়া বেতন পাওয়ার পক্ষে অনর থাকে ফলে চেয়ারম্যানের পক্ষে সদস্যরা অবশিষ্ট সদস্যকে বেধড়ক মারপিট ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে ৫ জন ইউপি সদস্যকে বেধড়ক পিটালে গুরুতর আহত হয় কয়েকজন। আহতদের মধ্যে নাহিদ নামে ৭ নং ইউপি সদস্য অবস্থা অাসংখ্যজনক হলে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে । নাহিদের আহতের ঘটনায় নাহিদের বাবা-মা ও বোন জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এবং পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায়।এব্যাপারে পাবনা সদর থানা অফিসার্স ইনচার্জ রওশন আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন এখোনো কোন অভিযোগ করতে আসেনি তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্তা গ্রহন করবো।