সোমবার ২৬শে অক্টোবর রাত প্রায় আটটার দিকে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রেলস্টেশন সংলগ্ন তথ্য সংগ্রহকালে এ ঘটনাটি ঘটেছে।আহত সাংবাদিক চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে সিএমপি’র কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ। হামলার ঘটনায় জরিতদের বিরুদ্ধে আইনের দৃষ্টান্তমূলক শাস্থি দাবি জানিয়েছেন চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক রাকিব আল হোসাইন শিমুল বলেন, আমি ঘটনার সময় সহকর্মী কে এম ফোরকানসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শীর্ষ সন্ত্রাসী খ্যাত নগরীর কোতোয়ালী থানার রেল স্টেশন এলাকার জসীম উদ্দীনের নেতৃত্বে রেলস্টেশনে গাড়ির পার্কিংয়ের দায়িত্বে থাকা কামাল পারভেজ বাদলকে সঙ্ঘবদ্ধ ছাত্র হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করিলে সাংবাদিক শিমুল সঙ্ঘবদ্ধ চক্রকে জিজ্ঞেস করে উনাকে কামাল পারভেজ বাদলকে কোথায় এবং কেন নিয়ে যাচ্ছেন।
তারপর সঙ্ঘবদ্ধ চক্রের নেতৃত্বে থাকা জসীমউদ্দীন এবং বাবুল সহ অন্যান্যরা আমাকে বলেন আপনি কে, তখন তাদেরকে আমি বলি আমি একজন সংবাদকর্মী। এ কথা বলতেই সঙ্ঘবদ্ধ চক্রের নেতৃত্বে থাকা সদস্যরা আমাকে বলেন আপনারা কি চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা এবং সাধারণ সম্পাদক বেদ দুলাল ভৌমিককে চিনেন। আমি কোন কিছু বলার আগেই তারা আমাকে লোহার রড দিয়ে মাথার বাম পাশে সজোরে আঘাত করেন এবং আমার শরীরের বিভিন্ন অংশে থাকেন। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলে আমার সহকর্মী কেএম ফোরকানসহ স্থানীয়রা চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দ্রুত নিয়ে যান।