ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

২৫ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তি চরমে

বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ ২৫ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গাজীপুরের কালিয়াকৈরের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ।

বুধবার সকাল ৮ টার পর থেকে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করে।

আন্দোলনকারীরা চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অসৎ কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন দাবি আদায়ে এই আন্দোলনে অংশ নেন। এসময় বিক্ষোভের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবি হচ্ছে চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখি) সমপরিমাণে প্রদান। এছাড়া তারা অভিযোগ করেছেন, বেশ কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছেন।
তারা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে, নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও আওয়ামী লীগের ক্ষমতাকালে সরকার দলীয় মদদপুষ্ট অনেকেই নিয়োগ পেয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে।

বেলা ১ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেনাবাহিনী ও শিল্প পুলিশ প্রশাসন শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যৌক্তিক দাবি থাকলে অবশ্যই তা পূরণ করা হবে। ইবনে সিনা কর্তৃপক্ষ সবসময় শ্রমিকদের পক্ষেই কাজ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, ওই প্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছেড়ে যাবে আশ্বাস দিয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৫ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তি চরমে

আপডেট সময় ০২:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

বেতন বৃদ্ধি, অসৎ কর্মকর্তাদের অপসারণসহ ২৫ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গাজীপুরের কালিয়াকৈরের ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ।

বুধবার সকাল ৮ টার পর থেকে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ওষুধ কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করে।

আন্দোলনকারীরা চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অসৎ কর্মকর্তাদের অপসারণসহ বিভিন্ন দাবি আদায়ে এই আন্দোলনে অংশ নেন। এসময় বিক্ষোভের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা জানান, তাদের প্রধান দাবি হচ্ছে চাকরির স্থায়ীকরণ, বর্তমান বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখি) সমপরিমাণে প্রদান। এছাড়া তারা অভিযোগ করেছেন, বেশ কিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করছেন।
তারা বলছেন, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে, নিজেদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও আওয়ামী লীগের ক্ষমতাকালে সরকার দলীয় মদদপুষ্ট অনেকেই নিয়োগ পেয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে।

বেলা ১ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেনাবাহিনী ও শিল্প পুলিশ প্রশাসন শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে যে, তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যৌক্তিক দাবি থাকলে অবশ্যই তা পূরণ করা হবে। ইবনে সিনা কর্তৃপক্ষ সবসময় শ্রমিকদের পক্ষেই কাজ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, ওই প্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছেড়ে যাবে আশ্বাস দিয়েছে।