ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্য ৪২ থেকে ৪৫ লাখ টাকা।
গাড়ির খবরটি নায়িকা নিজে না জানালেও হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে অপুর দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।
এরপর থেকে জল্পনা নতুন গাড়িটি সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন শাকিব খান। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে।
এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে অপু বলেন, ‘আমার পূর্বের লাল রঙের অডি বিক্রি করে নতুন গাড়িটি কিনেছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস আছে।’