ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধরিত্রী প্রোপার্টিজের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ অঢেল অবৈধ সম্পদের মালিক বিআরটিএ মোটরযান পরিদর্শক নাসিম হায়দার চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাসহ ৫ শিক্ষার্থীকে শাস্তি কুয়েটের প্রো-ভিসি শেখ শরীফুল আলমের দায়িত্ব গ্রহণ বোরহানউদ্দিনে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের ছাত্রীরা মাদকাসক্ত কোন ছেলেকে বিবাহ করবে না ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯ নতুন রোগী রংপুরে দলিল লেখক এর উপর হামলা বাবা ছেলে হাসপাতালে ভর্তি ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন রাহুল–প্রিয়াঙ্কাকে সহিংসতাগ্রস্ত সাম্ভালে যেতে দিল না পুলিশ

রেকর্ডের পথে ‘তুফান’

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড বাদশাহ শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঈদে মুক্তি পাওয়া তুফান দেখে অলক মহিয়ান নামে এক নেটিজেন লিখেছেন— ‘ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে। এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত, তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে ।

‘তুফান’ ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন।

দর্শকের চাপে বাধ্য হয়ে গত মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী করেছে হল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রেক্ষাগৃহের বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, গত দুই দশকে ছায়াবাণী সিনেমা হলে এমন ঘটনার দেখা মেলেনি।

দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর মধ্যরাতে শোর খবরে উচ্ছ্বসিত বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শোতেও দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই দুই শোয়ে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন। আবার অনেকে অপেক্ষা করছিলেন, ছবিটি তারা দেখবেনই। পুলিশ এনেও লোকজন সরাতে পারিনি। সারা দিন দর্শকের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীরাও ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমরা প্রথমে রাত ১২টা থেকে ৩টার শো চালাতে চাইনি। দর্শক ও প্রশাসনের অনুরোধে বাধ্য হই রাত ১২টা থেকে ৩টার শো চালু করতে।

ছায়াবাণী হলের দর্শক ধারণক্ষমতা ৯০০। তবে ঈদে বিশেষ ব্যবস্থায় প্রতিদিন হাজারের বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারছেন।

তুফান সিনেমার এত চাহিদা কেন?— জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘অনেক দিন পর মাসালা টাইপের সিনেমা শাকিব খানের। এমন অ্যাকশন সিনেমায় শাকিবকে আগে দেখা যায়নি। ছবিটিও ভালো। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রচারও ভালো ছিল। ছবির নির্মাণও ভালো হয়েছে। ‘লাগে উরাধুরা’ গানটি ভাইরাল হয়ে গেছে।

তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুরের খবরও পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। তাদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে কালোবাজারে বিক্রি হচ্ছে তুফানের টিকিট।

এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমাদের নির্ধারিত আসনের তিনগুণ দর্শক এসেছেন সিনেমা দেখতে। এতে দর্শকদের চাপ সামাল দেওয়া যায়নি।’

এদিকে স্টার সিনেপ্লেক্সের দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে তুফান। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে ছবিটির ৪৭টি শো চালানো হয়েছে। এর আগে বাংলা কোনো সিনেমার এত শো চালানো হয়নি। শোর হিসাবে প্রিয়তমা, পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে তুফান।

ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ২২টি শো দিয়ে যাত্রা শুরু করেছিল তুফান। দর্শকদের চাপে শো বাড়তে বাড়তে ৪৭টিতে পৌঁছে যায়। শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মেজবাহ আহমেদ। তিনি বলেন, ‘ছবিটি দেখতে দর্শকদের প্রচুর চাপ ছিল। ব্যাড বয়েজের মতো সিনেমার শো কমিয়ে তুফানের শো বাড়ানো হয়েছে। শো বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নেই।’

সম্প্রতি কলকাতা থেকে উড়ে এসেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটি মুক্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’-এ অভিনয় করেছেন মিমি। অনুষ্ঠানে মিমি চক্রবর্তী বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’

তিনি বলেন, দর্শকরা যারা আমাদের প্রথম গান উরাধুরাকে এতে ভালোবেসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি বাংলাভাষী আপনারাও বাংলায় কথা বলেন । আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি, তাই আমাকে গেস্ট বলবেন না। ‘তুফান’ এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী। কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান রয়েছেন। পাশাপাশি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ রইল।

‘তুফান’ ছবিতে অভিনয় করতে গিয়ে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী। তিনি বলেন, আমরা যখন ছবিটি শুট করছিলাম, সেই সময় অনেক গরম ছিল। শাকিব স্যুট পরেছিল। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।

মিমি আরও বলেন, একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলেও আজকে সে আপনাদের সবার প্রিয়।
উল্লেখ্য, রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন । ‘তুফান’ সে রকমই একটি ছবি। একজন গ্যাংস্টারনির্ভর এ ছবি। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই নির্মাণ হয়েছে ‘তুফান’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরিত্রী প্রোপার্টিজের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

রেকর্ডের পথে ‘তুফান’

আপডেট সময় ১২:২৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড বাদশাহ শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঈদে মুক্তি পাওয়া তুফান দেখে অলক মহিয়ান নামে এক নেটিজেন লিখেছেন— ‘ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে। এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝত, তুফান সেই ভাবনাকে পাল্টে দেবে ।

‘তুফান’ ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে। এর মধ্যে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন।

দর্শকের চাপে বাধ্য হয়ে গত মঙ্গলবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী করেছে হল কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রেক্ষাগৃহের বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, গত দুই দশকে ছায়াবাণী সিনেমা হলে এমন ঘটনার দেখা মেলেনি।

দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর মধ্যরাতে শোর খবরে উচ্ছ্বসিত বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ও রাত ৯টার শোতেও দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই দুই শোয়ে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন। আবার অনেকে অপেক্ষা করছিলেন, ছবিটি তারা দেখবেনই। পুলিশ এনেও লোকজন সরাতে পারিনি। সারা দিন দর্শকের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীরাও ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমরা প্রথমে রাত ১২টা থেকে ৩টার শো চালাতে চাইনি। দর্শক ও প্রশাসনের অনুরোধে বাধ্য হই রাত ১২টা থেকে ৩টার শো চালু করতে।

ছায়াবাণী হলের দর্শক ধারণক্ষমতা ৯০০। তবে ঈদে বিশেষ ব্যবস্থায় প্রতিদিন হাজারের বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারছেন।

তুফান সিনেমার এত চাহিদা কেন?— জানতে চাইলে কামাল হোসেন বলেন, ‘অনেক দিন পর মাসালা টাইপের সিনেমা শাকিব খানের। এমন অ্যাকশন সিনেমায় শাকিবকে আগে দেখা যায়নি। ছবিটিও ভালো। মুক্তির আগে থেকেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রচারও ভালো ছিল। ছবির নির্মাণও ভালো হয়েছে। ‘লাগে উরাধুরা’ গানটি ভাইরাল হয়ে গেছে।

তুফান সিনেমার টিকিট না পেয়ে হল ভাঙচুরের খবরও পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দর্শকরা। তাদের অভিযোগ, হল কর্তৃপক্ষের যোগসাজশে কালোবাজারে বিক্রি হচ্ছে তুফানের টিকিট।

এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমাদের নির্ধারিত আসনের তিনগুণ দর্শক এসেছেন সিনেমা দেখতে। এতে দর্শকদের চাপ সামাল দেওয়া যায়নি।’

এদিকে স্টার সিনেপ্লেক্সের দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে তুফান। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট মিলিয়ে ছবিটির ৪৭টি শো চালানো হয়েছে। এর আগে বাংলা কোনো সিনেমার এত শো চালানো হয়নি। শোর হিসাবে প্রিয়তমা, পরাণ ও হাওয়া সিনেমাকেও ছাড়িয়ে গেছে তুফান।

ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ২২টি শো দিয়ে যাত্রা শুরু করেছিল তুফান। দর্শকদের চাপে শো বাড়তে বাড়তে ৪৭টিতে পৌঁছে যায়। শো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মেজবাহ আহমেদ। তিনি বলেন, ‘ছবিটি দেখতে দর্শকদের প্রচুর চাপ ছিল। ব্যাড বয়েজের মতো সিনেমার শো কমিয়ে তুফানের শো বাড়ানো হয়েছে। শো বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নেই।’

সম্প্রতি কলকাতা থেকে উড়ে এসেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটি মুক্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। যৌথ প্রযোজনার ছবি ‘তুফান’-এ অভিনয় করেছেন মিমি। অনুষ্ঠানে মিমি চক্রবর্তী বলেন, ‘আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি।’

তিনি বলেন, দর্শকরা যারা আমাদের প্রথম গান উরাধুরাকে এতে ভালোবেসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি বাংলাভাষী আপনারাও বাংলায় কথা বলেন । আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি, তাই আমাকে গেস্ট বলবেন না। ‘তুফান’ এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী। কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান রয়েছেন। পাশাপাশি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ রইল।

‘তুফান’ ছবিতে অভিনয় করতে গিয়ে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী। তিনি বলেন, আমরা যখন ছবিটি শুট করছিলাম, সেই সময় অনেক গরম ছিল। শাকিব স্যুট পরেছিল। এ সময় গরমের মাঝে একবারও আমি ওর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।

মিমি আরও বলেন, একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলেও আজকে সে আপনাদের সবার প্রিয়।
উল্লেখ্য, রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন । ‘তুফান’ সে রকমই একটি ছবি। একজন গ্যাংস্টারনির্ভর এ ছবি। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই নির্মাণ হয়েছে ‘তুফান’।