আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, আগামী সম্মেলন ঘিরে তৃণমূল আওয়ামী লীগ উজ্জীবিত হচ্ছে। জাতীয় সম্মেলনের পর আমরা তৃণমূলের ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি, জেলা কমিটি নিয়ে তৃণমূলের প্রতিটি নির্বাচনী এলাকায় প্রতিনিধি সভা করার মধ্য দিয়ে দল গোছানো হবে। এটা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা হবে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক। এসএম কামাল হোসেন বলেন, জাতীয় সম্মেলনকে ঘিরে দলের তৃণমূল পর্যায়ে মহোৎসব চলছে। কর্মীদের মিলন মেলা হচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে। সরকারের উন্নয়নের মহাযজ্ঞ মানুষের মধ্যে তুলে ধরছে।
জিয়া থেকে খালেদা জিয়া, ২৮ বছর যারা ক্ষমতায় ছিলো, দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল, পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল, জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল, অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, খুনিদের বাংলাদেশে পরিণত করেছিল, এই বিষয়গুলো আবার জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যখন বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিশ্রম করছেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই সময় যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে, থানা লুট করেছে, ঈদের জামাতে আওয়ামী লীগের নেতাকে হত্যা করেছে, পাটের গুদামে আগুন দিয়েছে, রেললাইন উপড়ে ফেলেছে, সেই যুদ্ধাপরাধী, মুসলিম লীগার অতি বিপ্লবীদের নিয়েই বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান তাদেরকে নিয়ে বিএনপি গঠন করেছে। সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে এই অপশক্তি ২৮ বছর দেশটাকে নির্যাতন করেছেন। দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, আমাদের কোনো বিকল্প বা পাল্টা সমাবেশ নয়। তিনটি সমাবেশে আমাদের নেত্রী (শেখ হাসিনা) ৭ ডিসেম্বর পর্যন্ত অংশগ্রহণ করবেন। একটি ২৪ নভেম্বর যশোরে, দ্বিতীয়টি ৪ ডিসেম্বর হবে চট্টগ্রামে এবং ৭ ডিসেম্বর তৃতীয়টি কক্সবাজারে হবে। মহাসমাবেশে অংশগ্রহণ করবেন আমাদের নেত্রী। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে।