ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধরিত্রী প্রোপার্টিজের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ অঢেল অবৈধ সম্পদের মালিক বিআরটিএ মোটরযান পরিদর্শক নাসিম হায়দার চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাসহ ৫ শিক্ষার্থীকে শাস্তি কুয়েটের প্রো-ভিসি শেখ শরীফুল আলমের দায়িত্ব গ্রহণ বোরহানউদ্দিনে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের ছাত্রীরা মাদকাসক্ত কোন ছেলেকে বিবাহ করবে না ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯ নতুন রোগী রংপুরে দলিল লেখক এর উপর হামলা বাবা ছেলে হাসপাতালে ভর্তি ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন রাহুল–প্রিয়াঙ্কাকে সহিংসতাগ্রস্ত সাম্ভালে যেতে দিল না পুলিশ

সোহমকাণ্ডে দেবের পর এবার মুখ খুললেন রচনা ব্যানার্জি

টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ আনেন নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিক। এই সোহমকাণ্ডে দেব, মদন মিত্রসহ অনেকেই সমালোচনা করেছেন। এবার সমালোচনা কররলেন হুগলির নবনির্বাচিত সংসদ সদস্য রচনা ব্যানার্জি। জানালেন তীব্র নিন্দা— যেটা হয়েছে তা ভালো হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন নিউটাউনের এক রেস্তোরাঁর মালিক। তাকে এবং তার কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক এফআইআরও দায়ের করেছেন।

রেস্তোরাঁর মালিক এ ঘটনায় প্রকাশ্যে এনেছেন সিসিটিভি ফুটেজ। তবে অভিনেতার দাবি— ভিডিওফুটেজ নাকি অর্ধেক সত্য সামনে এসেছে। তাই সোহমও থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ এর মধ্যে সেই রেস্তোরাঁর কর্মীদের প্রাথমিকভাবে বয়ান রেকর্ড করেছে। সেই বয়ান ও অভিযোগে নাম এসেছে সোহম এবং তার কয়েকজন সঙ্গীর।

রচনা ব্যানার্জি সোহমের এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, যেটা হয়েছে তা ভালো হয়নি। যে ঘটনাটি ঘটেছে, সেটিকে কেউই সমর্থন করতে পারবে না।

তিনি বলেন, সব মানুষই তো আলাদা। ফলে চিন্তাভাবনাও আলাদা। কে কোন ঘটনায় কেমন আচরণ করবে, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো, সোহম ওর মতো। সেদিন সেখানে কী ঘটেছিল কেনইবা সোহম এমন করেছিল, সেটা ওই বলতে পারবে। আমি তো আর সেখানে ছিলাম না। তবে যেটা হয়েছে, তা ভালো হয়নি।

এর আগে সোহমের এ ঘটনায় দেব জানিয়েছেন, সোহম তার বন্ধু হলেও তিনি এ ঘটনাকে কখনই সমর্থন করছেন না। অন্যদিকে মদন মিত্র বলেন, যে ঘটনা ঘটেছে নিউটাউনের রেস্তোরাঁয়, সেটি অন্যায়। তাই বলে সেটা নিয়ে এত লাফালাফি করারও কিছু নেই। তিনি আরও বলেন, সোহমের মতো ভালো ছেলে হয় না। প্রয়োজনে টালিউডের হরলিক্স বয়কে জামিন পর্যন্ত করাবেন তিনি।

উল্লেখ্য, সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে এফআইআর দায়ের করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধরিত্রী প্রোপার্টিজের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

সোহমকাণ্ডে দেবের পর এবার মুখ খুললেন রচনা ব্যানার্জি

আপডেট সময় ১২:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ আনেন নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিক। এই সোহমকাণ্ডে দেব, মদন মিত্রসহ অনেকেই সমালোচনা করেছেন। এবার সমালোচনা কররলেন হুগলির নবনির্বাচিত সংসদ সদস্য রচনা ব্যানার্জি। জানালেন তীব্র নিন্দা— যেটা হয়েছে তা ভালো হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন নিউটাউনের এক রেস্তোরাঁর মালিক। তাকে এবং তার কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক এফআইআরও দায়ের করেছেন।

রেস্তোরাঁর মালিক এ ঘটনায় প্রকাশ্যে এনেছেন সিসিটিভি ফুটেজ। তবে অভিনেতার দাবি— ভিডিওফুটেজ নাকি অর্ধেক সত্য সামনে এসেছে। তাই সোহমও থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ এর মধ্যে সেই রেস্তোরাঁর কর্মীদের প্রাথমিকভাবে বয়ান রেকর্ড করেছে। সেই বয়ান ও অভিযোগে নাম এসেছে সোহম এবং তার কয়েকজন সঙ্গীর।

রচনা ব্যানার্জি সোহমের এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, যেটা হয়েছে তা ভালো হয়নি। যে ঘটনাটি ঘটেছে, সেটিকে কেউই সমর্থন করতে পারবে না।

তিনি বলেন, সব মানুষই তো আলাদা। ফলে চিন্তাভাবনাও আলাদা। কে কোন ঘটনায় কেমন আচরণ করবে, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো, সোহম ওর মতো। সেদিন সেখানে কী ঘটেছিল কেনইবা সোহম এমন করেছিল, সেটা ওই বলতে পারবে। আমি তো আর সেখানে ছিলাম না। তবে যেটা হয়েছে, তা ভালো হয়নি।

এর আগে সোহমের এ ঘটনায় দেব জানিয়েছেন, সোহম তার বন্ধু হলেও তিনি এ ঘটনাকে কখনই সমর্থন করছেন না। অন্যদিকে মদন মিত্র বলেন, যে ঘটনা ঘটেছে নিউটাউনের রেস্তোরাঁয়, সেটি অন্যায়। তাই বলে সেটা নিয়ে এত লাফালাফি করারও কিছু নেই। তিনি আরও বলেন, সোহমের মতো ভালো ছেলে হয় না। প্রয়োজনে টালিউডের হরলিক্স বয়কে জামিন পর্যন্ত করাবেন তিনি।

উল্লেখ্য, সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে এফআইআর দায়ের করেছেন।