সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
রোববার বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থী এ অবরোধ করেন।
এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে পড়লে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অবরোধ শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেব না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি। একইসঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।