আসন্ন ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের মিঠাপুকুর উপজেলার অবৈধ ভোটকেন্দ্রে প্রবেশ ও দায়িত্ব রত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। আটককৃত ২ জন হলেন- মিঠাপুকুর দূর্গাপুরের রুমান মিয়া ও শঠিবাড়ির রাশেদ মিয়া।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে শঠিবাড়ি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার পুলিশর অফিসার্স ইনচার্জ(ওসি) ফেরদৌস হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান (কামু) হেলিকপ্টার মার্কার পক্ষে ২ জন যুবক শঠিবাড়ি ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাঁধা দিলেও তারা দায়িত্বরত পুলিশের সাথে চরম অশোভন আচরন করেন।এরপর ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে ব্যালট পেপারের একটি বান্ডিল কেড়ে নেওয়ার চেষ্টা করেন।এ সময় দায়িত্বরত পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও কর্তব্যরত পুলিশ ২ জনকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন,নির্বাচন কেন্দ্রে অবৈধ প্রবেশ দায়িত্বরত নিরাপত্তা কর্মীর সাথে অসৌজন্য মূলক আচরণ করার দায়ে আটককৃত দুজনকেই ১০ (দশ) হাজার টাকা করে জরিমানা ও দুজনকেই অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।