কুমিল্লার চান্দিনায় ফাঁসিতে ঝুলে অন্যা দত্ত (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত অন্যা দত্ত ওই গ্রামের শোভন দত্তের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শোভন দত্তের দুই মেয়ের মধ্যে অন্যা ছোট। বয়সে এগুলেও পড়ালেখায় এগুতে পারেনি। ১৪ বছর বয়সে মাত্র পঞ্চম শ্রেণীতে অধ্যয়ণরত ছিল। মানসিক ভাবে কিছুটা অস্বাভাবিক থাকায় রবিবার দুপুরে নিজ বসত ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খান দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, রবিবার দুপুরে মা-বাবা বাড়ির পাশের পানের বরজে কাজ করছিল। মা শোভা রানী ঘরে এসে মেয়েকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার দেয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। আজ সোমবার ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।