বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন ছিল গতকাল। লিগে সর্বাধিক বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী তাদের খেলোয়াড় নিবন্ধনের কাগজপত্র জমা দিয়েছে সবার শেষে। গতকাল রাত এগারোটার পর আবাহনী তাদের খেলোয়াড় নিবন্ধন ফরম বাফুফেতে জমা দেয়।
ঘরোয়া ফুটবলে শেষ দিনে মধ্য রাতে ফরম জমা দেয়ার সংস্কৃতি ছিল ব্রাদার্স ইউনিয়নের। এক মৌসুম আগে রাত ১২ টার কিছু সময় পর জমা হওয়ায় ব্রাদার্স ইউনিয়নের বিষয়টি ফিফা পর্যন্ত ঠেকেছিল। এবার আবাহনী অবশ্য ঘণ্টাখানেক আগেই তাদের কাজ শেষ করেছে৷
ঘরোয়া ফুটবলে বেশ আমেজ ছিল দলবদলে। মাঝে কয়েক বছর সাদামাটাভাবে হয়েছে দলবদল কার্যক্রম। এই বছর আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ঘোড়া বাদ্যযন্ত্র বাজিয়ে দলবদল করেছে। পরের দিন আবাহনীর নতুন প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংসের দলবদলে সংযোজন ছিল হাতি ও ফ্ল্যাশমব। মোহামেডানের দলবদলে ছিল ঐতিহ্যের ছোঁয়া, বসুন্ধরা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল ঘটিয়েছে। ঘোড়া-হাতিতে কিংসের পতাকা, খেলোয়াড়দের তালিকা দিয়ে প্রকাশনাও ছিল।
দুই প্রতিপক্ষ জাঁকজমকপূর্ণ দলবদল করলেও আবাহনী সে পথে হাঁটেনি। বিগত সময়ের তুলনায় এবার তুলনামূলক বেশি উঁচু মানের বিদেশি এনেছে দলটি। দলবদলের চাকচিক্যে কিংসের চেয়ে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে এগিয়ে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে ধানমন্ডির দলটি।