সিলেট পর্ব শেষে আবারও ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ঢাকা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।আজকের ম্যাচটি দুদলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। ঢাকাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত হবে রংপুর রাইডার্সের। অন্যদিকে আজ হারলে টুর্নামেন্টে থেকে বিদায় আরও ঘনিয়ে আসবে মোসাদ্দেক হোসেনের দলের। টানা ৪ হারে সিলেট স্ট্রাইকাসের ওপরে রয়েছে দুর্দান্ত ঢাকা। জয়ে ফেরার মিশনে সামলাতে হবে রংপুরের মতো প্রতিপক্ষকে।
দুর্দান্ত ঢাকা একাদশ: সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবাদিন নাইব, সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।
রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, ব্রেন্ডন কিং, ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।