মাদ্রিদ ডার্বিতে রোমাঞ্চ ছড়াবে সেটা তো জানা কথা। তবে সৌদি আরবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের লড়াই যে এতটা উত্তেজনার পারদ ছড়াবে ম্যাচের আগে কেই বা ভেবেছিলো! ৫-৩ গোলের হাইভোল্টেজ লড়াইয়ে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত জিতেছে রিয়ালই। ঘুড়ে দাঁড়ানো যে তাদের রক্তে মিশে আছে সেটা ম্যাচের শেষে নিজের মুখেই বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
বুধবার (১০ জানুয়ারি) রিয়াদের আল আউয়াল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন অ্যান্তোনিও রুডিগার, ফারলান্ড মেন্ডি, দানি কারভাহাল ও ব্রাহিম দিয়াজ। অ্যাথলেটিকোর হয়ে স্কোরশিটে নাম তোলেন মারিও হারমোসো, আতোয়ান গ্রিজম্যান। এছাড়া দুদলই একটি করে আত্মঘাতী গোল করে।
সৌদিতে ২৪ হাজার ফুটবল সমর্থকের সামনে অনুষ্ঠিত হয়ে গেলো রোমাঞ্চকর এক সেমিফাইনাল। স্প্যানিশ সুপার কাপের শেষ চারের লড়াইয়ে ৫-৩ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ২-২ গোল সমতায় থাকা ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানে আবারও ঘুড়ে দাঁড়ানোর চিরচেনা রুপ দেখিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
প্রথমার্ধেই চারটি গোল করেন দুদলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধেও ১-১ সমতায় শেষ হয় মাদ্রিদ ডার্বি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় রিয়াল-অ্যাথলেটিকো সেমিফাইনাল। তবে অতিরিক্ত সময়ে স্যাভিচের আত্মঘাতী ও ব্রাহিম দিয়াজের গোলে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৬ মিনিটে গ্রিজমানের কর্নারে গোলের খাতা খোলেন মারিও হারমোসো। তাড়াতাড়ি গোল খেয়ে চাপে পড়ে রিয়াল। তবে লুকা মদ্রিচের কর্নার থেকে চমৎকার হেডে ২০ মিনিটেই লস ব্ল্যাঙ্কোসদের সমতায় ফেরান অ্যান্তোনিও রুডিগার। ২৯ মিনিটের মাথায় ফারলান্দ মেন্দির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তবে ৩৭ মিনিটে দারুণ এক গোলে অ্যাথলেটিকোকে ২-২ সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।
বিরতি থেকে ফিরে দুই দলই চাপ অব্যাহত রাখে। ৭৮ মিনিটে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের জালেই বল জড়িয়ে দেন রিয়ালের প্রথম গোলের কারিগর রুডিগার। নিশ্চিত হারের ম্যাচে আবারও সমতায় ফেরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৮৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান অধিনায়ক দানি কারভাহাল।
ধরেই নেয়া হয়, ম্যাচটা টাইব্রেকারের দিকেই যাচ্ছে। তবে ঐ যে ঘুরে দাঁড়ানো যে রিয়ালের রক্তে। ১১৬ মিনিটে হোসেলুর হেডে স্টেফান সাভিচের শরীরে লেগে বল জড়ায় জালে। এরপর আটলেটিকোর জালে শেষ পেরেক ঠুকে জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।