নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। বোলারদের দাপটে নিউজিল্যান্ডের ব্যাটাররা কোণঠাঁসা হয়ে পড়ে। ১৩৪ রানের মামুলি সংগ্রহ করতে সক্ষম হয় তারা
১৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হোঁচট খেলেও এখনও জয়ের ধারায় শান্তরা।
সহজ টার্গেট তাড়া করতে নেমে দ্রুতই রনি তালুকদার প্যাভিলিয়নের পথ ধরেন। নাজমুল হোসেন শান্তও ১৯ রানের বেশি করতে পারেননি।
নিয়মিত বিরতিতে সৌম্য সরকার, তাওহিদ হৃদয় ও আফিফকে হারায় বাংলাদেশ।
তবে লিটন দাশ দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি ২৮ রানে ব্যাট করছেন।
সৌম্য ২২ ও তাওহিদ ১৯ রান করেছেন। তাদের ব্যাটে ভর করে জয়ের সুভাস পাচ্ছে লাল-সবুজের দল।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ১১১ রানে ব্যাট করছে। খেলা চলছে ১৭ তম ওভারের।
এর আগে, বাংলাদেশের বোলারদের দাপটে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে কিউইরা। বল হাতে সর্বোচ্চ তিন উইকেট নেন শরিফুল। বছরের শুরুতে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ গত জুলাইয়ে আফগানদের হারিয়েছে সাকিবের দল। এবার বছরের শেষ সিরিজে নাজমুল হোসেন শান্ত কি জয় উপহার দিতে পারবেন?