ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল? সিএমপির পাহাড়তলী থানার মাদক বিরোধী অভিযানে ভুয়া সাংবাদিক ফারুক মাদকসহ গ্রেফতার অন্তর্বতী সরকারের ১শ দিন পার হলেও সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের এখনও আওয়ামী লীগের দোসরা বহাল পূর্বাচলে দুর্নীতির রাজত্ব গড়েছেন নায়েব আলী শরীফ ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ নবীনবরণ উৎসব ২০২৪ পালিত। মুগদায় ১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার মুরাদনগরে তারেক রহমান ও কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হিন্দু সম্প্রদায়ের বিশাল মানববন্ধন রাজউক কর্মচারী কামরুলের দু’দপ্তরে হাজিরা সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ । তারেক রহমানের বার্তা নিয়ে শেরপুরে যুবদলের সাধারণ সম্পাদক নয়ন প্রেসক্লাব মিঠাপুকুরের প্রতিষ্ঠাতা শহিদুর রহমান সাহেব মিয়ার শোক স্মরণে দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে যত রেকর্ড

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ওয়ানডে খেলে ২০০৭ সালে। সেই প্রথম ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে আরও ১৬ বছর অসম্ভব সুন্দর এই দেশটিতে বাংলাদেশ ম্যাচ খেলে ফেলেছে আরও ১৮টি। জয় অধরাই থেকে গেছে বাংলাদেশের। অবশেষে ১৯তম ওয়ানডেতে এসে বাংলাদেশ পেল তাদের কাঙ্ক্ষিত জয়ের দেখা। নেপিয়ারের ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়ের সঙ্গে কিছু রেকর্ডেরও দেখা পাওয়া গেছে।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল ৬৭ রানে। তবে এবার শেষ হাসিটা টাইগারদের মুখে ছিল।

নিউজিল্যান্ডের বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর এটি। আগের সর্বনিম্ন ছিল মিরপুরে ১৬২ সেটি আবার ২০১৩ সালে। ওয়ানডেতে এ নিয়ে কিউইরা নবমবারের মতো একশ রানের নিচে অলআউট হলো, দেশের মাটিতে যা চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবারের মতো একশর নিচে অলআউট হলো তারা।

২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয় এবং নিউজিল্যান্ডের সর্বোচ্চ বলের ব্যবধানে হার।

কিউইদের লজ্জায় ডোবানোর দিনে নিজেদের আরেকটি রেকর্ডে সংযোজন করেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো ১০০-এর নিচে অলআউট করল বাংলাদেশ। আগের দুটি ঘটনা ছিল ২০০৯ (জিম্বাবুয়ে, চট্টগ্রাম) ও ২০১১ সালে (ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রাম)।

আজকের ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে, ১টি মোস্তাফিজুর রহমান। এর আগে মাত্র একবার এমনটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। একমাত্র ঘটনাটি ছিল এ বছরেরই মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দেশের মাটিতে সম্পন্ন হওয়া টানা ১৭টি ওয়ানডে জেতার রেকর্ড নিয়ে নেপিয়ারে নেমেছিল নিউজিল্যান্ড, তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার ১৮টি টানা জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি। তবে ১৭ ম্যাচেই থামতে হলো তাদের। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি, ভারতের কাছে ওয়েলিংটনে।

১৪তম বাংলাদেশি বোলার ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ উইকেট নিলেন শরীফুল ইসলাম। তার লাগল ৩৩ ম্যাচ। ২৭ ম্যাচে ৫০ উইকেট নেওয়ার বাংলাদেশের রেকর্ডটি মোস্তাফিজুর রহমানের, যিনি ছাড়িয়ে গিয়েছিলেন আবদুর রাজ্জাকের ৩২ ম্যাচের রেকর্ড।

মাত্র আট রানের জন্য এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইলফলক ছুঁতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে ৯৯২ রান করেই থামলেন তিনি। বাংলাদেশের হয়ে একমাত্র শাহরিয়ার নাফীসের হাজার রানের রেকর্ড রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল?

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে যত রেকর্ড

আপডেট সময় ০৩:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ওয়ানডে খেলে ২০০৭ সালে। সেই প্রথম ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে আরও ১৬ বছর অসম্ভব সুন্দর এই দেশটিতে বাংলাদেশ ম্যাচ খেলে ফেলেছে আরও ১৮টি। জয় অধরাই থেকে গেছে বাংলাদেশের। অবশেষে ১৯তম ওয়ানডেতে এসে বাংলাদেশ পেল তাদের কাঙ্ক্ষিত জয়ের দেখা। নেপিয়ারের ঐতিহাসিক এই ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়ের সঙ্গে কিছু রেকর্ডেরও দেখা পাওয়া গেছে।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বার কোনো ইনিংসে অলআউট হলো নিউজিল্যান্ড। এর আগে ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল ৬৭ রানে। তবে এবার শেষ হাসিটা টাইগারদের মুখে ছিল।

নিউজিল্যান্ডের বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর এটি। আগের সর্বনিম্ন ছিল মিরপুরে ১৬২ সেটি আবার ২০১৩ সালে। ওয়ানডেতে এ নিয়ে কিউইরা নবমবারের মতো একশ রানের নিচে অলআউট হলো, দেশের মাটিতে যা চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবারের মতো একশর নিচে অলআউট হলো তারা।

২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয় এবং নিউজিল্যান্ডের সর্বোচ্চ বলের ব্যবধানে হার।

কিউইদের লজ্জায় ডোবানোর দিনে নিজেদের আরেকটি রেকর্ডে সংযোজন করেছে বাংলাদেশ। ওয়ানডেতে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো ১০০-এর নিচে অলআউট করল বাংলাদেশ। আগের দুটি ঘটনা ছিল ২০০৯ (জিম্বাবুয়ে, চট্টগ্রাম) ও ২০১১ সালে (ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রাম)।

আজকের ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটাই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার নিয়েছেন ৩টি করে, ১টি মোস্তাফিজুর রহমান। এর আগে মাত্র একবার এমনটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। একমাত্র ঘটনাটি ছিল এ বছরেরই মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দেশের মাটিতে সম্পন্ন হওয়া টানা ১৭টি ওয়ানডে জেতার রেকর্ড নিয়ে নেপিয়ারে নেমেছিল নিউজিল্যান্ড, তাদের সামনে ছিল অস্ট্রেলিয়ার ১৮টি টানা জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি। তবে ১৭ ম্যাচেই থামতে হলো তাদের। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ হেরেছিল ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি, ভারতের কাছে ওয়েলিংটনে।

১৪তম বাংলাদেশি বোলার ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ উইকেট নিলেন শরীফুল ইসলাম। তার লাগল ৩৩ ম্যাচ। ২৭ ম্যাচে ৫০ উইকেট নেওয়ার বাংলাদেশের রেকর্ডটি মোস্তাফিজুর রহমানের, যিনি ছাড়িয়ে গিয়েছিলেন আবদুর রাজ্জাকের ৩২ ম্যাচের রেকর্ড।

মাত্র আট রানের জন্য এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইলফলক ছুঁতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে ৯৯২ রান করেই থামলেন তিনি। বাংলাদেশের হয়ে একমাত্র শাহরিয়ার নাফীসের হাজার রানের রেকর্ড রয়েছে।