ঘটনাবহুল প্রথম দিন পার করল মিরপুর টেস্ট। দিনে খেলা হয়েছে ৮০ ওভারেরও কম। প্রথম দিনের প্রথম সেশন থেকেই দাপট দেখাচ্ছে স্পিনাররা। উইকেট পড়েছে ১৫টি। সবকটিই স্পিনারদের শিকার। বাংলাদেশকে স্রেফ ১৭২ রানে গুটিয়েও তাই স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। সফরকারীদের দ্রুত ৫ উইকেট তুলে নিয়ে প্রথম দিনেই লিডের আশা জাগিয়েছে স্বাগতিকরা।
১২.৪ ওভারে ৫ উইকেটে ৫৫ রানে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে এখনও তারা ১১৭ রানে পিছিয়ে। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয়েছে প্রথম দিনের খেলা।
মেঘাচ্ছন্ন কন্ডিশনে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নিউ জিল্যান্ডের স্পিন পরীক্ষার সামনে ত্রিশ পেরোতে পেরেছেন স্রেফ দুই ব্যাটসম্যান। ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হওয়া মুশফিক খেলেছেন ৩৫ রানের ইনিংস। শাহাদাত হোসেন করেছেন ৩১ রান।
নিউ জিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
পরে ব্যাটিংয়ে নেমে শুরুতে পাল্টা আক্রমণের পথে হাঁটার চেষ্টা করেন ডেভন কনওয়ে। তাকে বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। পরে তাইজুলও উইকেট শিকারে যোগ দিলে একে একে ড্রেসিং রুমের পথ ধরেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল।
১৭ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ২ উইকেট নিয়েছেন ২৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)।