ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৩ জন মারা গেছেন । এরমধ্যে ১০ জন ঢাকার বাইরের বাসিন্দা।বুধবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৭৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৪৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ২০৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২১ হাজার ৪৩৫ জন। মারা গেছেন ১ হাজার ১২২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭০৩ জন এবং ঢাকা সিটির বাইরের ৪১৯ জন।
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জন মারা গেছেন।