চলমান এশিয়া কাপ ক্রিকেটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এমনকি ব্যাটিং পজিশনেও আসতে পারে রদবদল।
এই ম্যাচে জয় পেতে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকে থাকবে টাইগারদের। আর হারলেই শেষ ফাইনালের স্বপ্ন। তবে ডু অর ডাই ম্যাচটির আগে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে হারের পূর্বস্মৃতি। সেই হারের প্রতিশোধ নিয়ে জয়ের ধারায় ফিরতে নতুন ভেন্যুতে নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর টিম টাইগার্স। যে কারণে এই ম্যাচে ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে গত ম্যাচে ওয়ান-ডাউনে নামা লিটন দাসকে দেখা যেতে পারে।
ওপেনিংয়ে দারুণ শুরুর লক্ষ্যেই এই ম্যাচে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিজয়কে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন নাঈম শেখ।
এ ছাড়া লঙ্কানদের বিপক্ষে ওয়ান-ডাউনে আফিফকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর নিজের আগের পজিশনে ফিরতে পারেন আগের দুই ম্যাচে ওপেন করা মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।