জয়া আহসান অভিনীত আলোচিত সিনেমা ‘দেবী’র পরিচালক হিসেবে খ্যাতি পান অনম বিশ্বাস। পরিচালনার বাইরে চিত্রনাট্যকার হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গীতিকার হিসেবেও কম যান না, আইসিসি টি-২০ বিশ্বকাপের থিম সং ‘চার ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই’ তারই লেখা’।
তবে বর্তমানে অনম বিশ্বাস আলোচনায় সময়ের ভাইরাল গান ‘টেকা পাখি’র জন্য। নিজের ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’র জন্য গানটি লিখেছেন তিনি। ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম।
এই গান প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, ‘প্রেমিকা যদি চাঁদ হয়, টাকা কেন পাখি নয়? টাকাকে নিয়ে লেখা এটা একটা লাভ সং। প্রেমিকাকে নিয়ে লাভ সং হয়, এটা তেমন টাকাকে নিয়ে লাভ সং। সে পাখি, সে ডার্লিং, টাকাকে আমরা কাছে পেতে চাই, নিজের করে পেতে চাই, প্রতিদিন চাই, সব সময় চাই, প্রয়োজনে-অপ্রয়োজনে চাই। এটি তেমনই ভাবনার গান।’
‘আয়নাবাজি’ সিনেমার জনপ্রিয় গান ‘ধীরে ধীরে বও না সময়’ তারই লেখা। এছাড়াও বিভিন্ন সময়ে লিখেছেন অনেক গান। নিজের পরিচালনায় ‘দেবী’ সিনেমার টাইটেল ট্র্যাকের কথা লিখেছেন নিজেই। জি-ফাইভের জন্য নির্মাণ করা ‘হোয়াট দ্য ফ্রাই’ ওয়েব ফিল্মের জন্য লিখেছেন দুটি গান। এর ভেতর ‘কলিজা কি শিঙ্গারা?’ বেশ জনপ্রিয় হয়।
অনম বিশ্বাস এখন আলোচনায় ‘দুই দিনের দুনিয়া’ শিরোনামের ওয়েব ফিল্ম নির্মাণ করে। দ্রুতই কাজ শুরু হচ্ছে তার দ্বিতীয় সিনেমা ‘ফুটবল ৭১’; সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার সংলাপ লেখকের দলেও আছেন তিনি।