পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে সব ধরনেই মশার দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে আদা, রসুন, হলুদ, মরিচ, এলাচি, দারুচিনির দাম ১০-৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
মশলা ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত দামের কারণে মানুষ মসলাজাতীয় পণ্য কেনা অনেক কমিয়ে দিয়েছে। এতে ভরা মৌসুমেও মসলা বিক্রি ৭০ শতাংশের বেশি কমে গেছে সেখানে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহেও কমেছিল সবজির দাম কিন্তু এ সপ্তাহে প্রতি কেজি সবজিতে ১০-২০ টাকা বেড়েছে।
শুক্রবার (১৬ জুন) রাজধানীর বেশকয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
এসব বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৮২০ টাকা এবং মিষ্টি জিরা ২৯০ থেকে ৩০০ টাকায়। তবে জিরা খুচরা পর্যায়ে ৮৫০ থেকে ৮৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বর্তমানে পাইকারিতে প্রতি কেজি এলাচি ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হলেও খুচরায় বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। তিন মাস আগে এলাচির দাম ছিল ১ হাজার ১০০ টাকা।
এদিকে চীনা আদা ও চীনা রসুনের দামও বেড়েছে বাজারে। এর মধ্যে চীনা আদা পাওয়াই যাচ্ছে না।