মৌলভীবজারের বড়লেখা উপজেলার পৌর শহরের ২ নং ওয়ার্ড (উত্তর চৌমুহনী, বারইগ্রাম) এলাকার বাসিন্দা মরহুম আলহাজ্ব ডা. তোফাজ্জল হোসেন সাহেবের পুত্র আলোকিত পরিবারের আলোকিত সন্তান ডা. সাব্বির হোসেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষকতায় বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রী প্রফেসর পদে পদোন্নতি পেয়েছেন।
এদিকে একই দিনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র পুত্র সাংবাদিক ও কলামিস্ট আসিফ মুক্তাদির সম্প্রতি অনার্স সফলতার সাথে সম্পন্ন করে মেডিকেল সায়েন্স ফিজিশিয়ান এসোসিয়েট স্টাডিজে সুযোগ পেয়েছেন এবং যুক্তরাজ্য প্রবাসী চাটার্ড একাউন্টেন্ট মুদাব্বির হোসেন মুনিম এর বড় ছেলে আদবির মুদাব্বির (ACCA) পরীক্ষায় সফলতার সাথে উর্ত্তীণ হয়ে যোগ্য পিতার যোগ্য স্থানে অধিষ্ঠিত হয়েছেন।
এছাড়াও আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ, মুদাব্বির হোসেন ও প্রফেসর ডা. সাব্বির হোসেনের বড় বোন দিল আফরোজ আমিন (বিউটি) একজন কবি ও লেখক তাঁর বাবার প্রতিষ্ঠিত নয়গ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের বাস্তব ইতিহাস নিয়ে গ্রন্থমেলায় ‘এ পার বাংলার বাবরি মসজিদ’ নামের একটি গ্রন্থ বর্ষা দুপুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়। গ্রন্থটি নজরুল একাডেমির বই মেলাসহ সর্ব মহলে প্রশংসিত হয়।
দিল আফরোজ আমিন (বিউটি) এর মেয়ে ইসরাত আমিন একজন প্রখ্যাত সাংবাদিক তিনি দেশের জনপ্রিয় চ্যানেল নিউজ 24 এর নিয়মিত সংবাদ পাঠিকা। আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাফেলো সিটি’র একজন পরিচিত ব্যক্তিত্ব তিনি সেখানে অত্যান্ত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করছেন তার প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘বিউটি ফ্যাশন এন্ড টেইলারিং’ এর নিত্য নতুন পোশাকের মাধ্যমে বাফেলো সিটিতে বসবাসকারিদের মাঝে ফ্যাশনের এক নতুন মাত্রা যোগ করেছে।
তিনি ব্যবসা ছাড়াও দেশ-বিদেশের সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তাছাড়া তিনি সম্প্রতি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গোগরা দূর্গাই গ্রামে একটি দৃষ্টি নন্দন মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। বর্তমানে তারই পরিবারের প্রতিষ্ঠিত উত্তর চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন ফকির শাহ্ শাহী ঈদগাহ যেখানে এলাকবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে।
প্রায় দুই মাস পুর্বে পৌর শহরের উত্তর চৌমুহনী বারইগ্রাম এলাকার বসবাসকারী মানুষের মাঝে নেমে আসে আন্ধকারের ঘনঘটা নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের প্রতিষ্ঠাতা মানবিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব ডাঃ তোফাজ্জল হোসেনের সহধর্মিণী আনোয়ারা খানমের মৃত্যুতে এলাকার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে।
এই মহীয়সী নারী আনোয়ার খানম তার পরিবারের ছেলে-মেয়ে, নাতী-নাতনীদের গড়ে তুলেছেন স্ব-স্ব মহিমায় তাদের সফলতার অর্জনের অনুপ্রেরণার বাতিঘর ছিলেন মরহুমা আনোয়ারা খানম। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অত্যান্ত নিভৃতে নিরবে সহযোগিতা করেছেন। তাছাড়া তাঁর আলেম উলামাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিলো অপরিসীম।
তিনি ঈদে, রমজানে ও বিভিন্ন সময়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা প্রদানের পাশাপাশি সার্বক্ষণিক এলাকার মানুষের সহযোগিতায় নিবেদিত ছিলেন। দিল আফরোজ আমিন, মুক্তাদির হোসেন মিছবাহ, মুদাব্বির হোসেন ও প্রফেসর ডা. সাব্বির হোসেনের এই সফলতা অর্জনের একামত্র বাতিঘর তাদের বাবা-মা আর এই পরিবারের বর্তমান প্রজম্ম যারা রয়েছেন তারাও তাদের মা-বাবা’কে অনুসরণ করবে এটাই স্বাভাবিক কারণ তারা আলোকিত পরিবারের, অলোকিত সন্তান।
মরহুম ডাঃ তোফাজ্জল হোসেনের পরিবার তরুণ প্রজন্মের কাছে এক প্রেরণার বাতিঘর। সিলেট বিভাগ তথা বাংলাদেশের গন্ডি পেড়িয়ে বহির্বিশ্বের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দুত্যি ছড়াচ্ছেন আপন মহিমায়।