ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 হিন্দুদের রাজনৈতিক দল নিবন্ধন পেলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ” রকেট ” মার্কা নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত, কেন্দ্র পরিদর্শনে ইউএনও কালিয়াকৈরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক বগুড়া গাবতলীতে স্বাধীন ফিলিস্তিনের সমর্থনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত ডিআইইউতে আসছে উৎসবের ঝলক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মুসুল্লিদের বিক্ষোভ মিছিল কক্সবাজারের ফটোগ্রাফার ছুরির আঘাতে আহত  সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ নওগাঁয় পরকিয়ার বলি সন্ধ্যা’কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাংগুয়ার হাওরে বিশ দিয়ে ১০টি অতিথি পাখিসহ খামারের শতাধিক হাসঁ নিধন

মাদার ফিসারিজ রামসার সাইট টাংগুয়ার হাওরে বিশ দিয়ে ১০টি অতিথি পাখি ও খামারে পালিত দেশী শতাধিক হাঁস মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার(০৯ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের রৌয়ার বিলে ঘটনাটি ঘটেছে। তবে অতিথি পাখি নিধনের সংখ্যা আরও বেশি হবে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

কারন হিসেবে তারা জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র এভাবেই টাংগুয়ার হাওরে বিশ দিয়ে অতিথি পাখি নিধন করছে দিনে ও রাতের আধারে। এতে করে হাওরে পাখি শূন্য হয়ে পরেছে আর শীত মৌসুমে পাখি কম এসেছে। ক্ষতিগ্রস্থ খামারী নুর আলম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন টাংগুয়ার হাওরে পাড়ের ছিড়ারগাও গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানাযায়,টাংগুয়ার হাওরের রৌওয়া বিলে প্রতিদিনের মত খামারী নুর আলম তার ৫শতাধিক হাসঁ নিয়ে বিলে যায়। হাসঁ বিলে নেমে বিলের ভিতরে খাবার খেতে শুরু করলে কিছু হাসঁ বিশক্রিয়ায় ছটফট করতে শুরু করে। এসময় কয়েকটি হাসঁ মারা যায়। এসময় ১০টি অতিথি পাখিও মারা যায়। এরপর একে একে শতাধিক হাঁসের মৃত্যু হয়। পরে এঘটনার ক্ষতি গ্রস্থ খামারী নুর আলম তাহিরপুর থানা লিখিত অভিযোগ দায়ের করে। পরে মন্দিয়াতা গ্রামের মাতাব্বরগন মন্দিয়াতা গ্রামের বাসিন্দা শফিক মিয়াকে এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ বৃহস্পতিবার সকালে গ্রামে শালিস বসে ৫৬ হাজার টাকা জরিমানা করে মিমাংসা করে দেয়। আর তাহিরপুর থানায় দায়ের করা অভিযোগটি উঠিয়ে নিবে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানায়,হাওর এলাকায় পানি শোকিয়ে যাওয়ায় হাসেঁর খামারীরা এখন টাংগুয়ার হাওরের খাবারের জন্য নিয়ে যায়। মধ্যনগর উপজেলা বাসিন্দা আন্তরপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়াসহ গ্রামের কিছু লোক নিয়ে তার শশুর বাড়ি টাংগুয়ার হাওর পাড়ের মন্দিয়াতা গ্রামে অবস্থান করে তার সহযোগিদের নিয়ে দীর্ঘদিন ধরে হাওরে বিশ দিয়ে অতিথি পাখি ও মাছ নিধন করে আসছে। এত দিন আড়ালে থাকলেও হাসঁ মারা যাওয়ার কারনে তা এখন সবার মুখে মুখে। এই বিষয় বিল্লাল মিয়া জানান,আমি হাওরে বিশ দিয়ে অতিথি পাখি শিকার করি না। আমি নিজেও পাখি নিধনে বিরুদ্ধে কাজ করি। আমার বিরুদ্ধে যে বা অভিযোগ উঠিয়েছে তা মিথ্যা ও বানোয়াট। হাঁস নিধনের বিষয়ে গ্রামে বিচার বসে জরিমানা দিয়ে শেষ করা হয়েছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে অতিথি পাখি নিধনের খবর পাই নি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান,অতিথি পাখি নিধনে খবর পেয়ে আমি সরজমিনে তদন্ত করেতে এসেছি। এই বিষয় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 হিন্দুদের রাজনৈতিক দল নিবন্ধন পেলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ” রকেট ” মার্কা

টাংগুয়ার হাওরে বিশ দিয়ে ১০টি অতিথি পাখিসহ খামারের শতাধিক হাসঁ নিধন

আপডেট সময় ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

মাদার ফিসারিজ রামসার সাইট টাংগুয়ার হাওরে বিশ দিয়ে ১০টি অতিথি পাখি ও খামারে পালিত দেশী শতাধিক হাঁস মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার(০৯ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরের রৌয়ার বিলে ঘটনাটি ঘটেছে। তবে অতিথি পাখি নিধনের সংখ্যা আরও বেশি হবে বলে জানান স্থানীয় এলাকাবাসী।

কারন হিসেবে তারা জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র এভাবেই টাংগুয়ার হাওরে বিশ দিয়ে অতিথি পাখি নিধন করছে দিনে ও রাতের আধারে। এতে করে হাওরে পাখি শূন্য হয়ে পরেছে আর শীত মৌসুমে পাখি কম এসেছে। ক্ষতিগ্রস্থ খামারী নুর আলম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন টাংগুয়ার হাওরে পাড়ের ছিড়ারগাও গ্রামের বাসিন্দা। খোঁজ নিয়ে জানাযায়,টাংগুয়ার হাওরের রৌওয়া বিলে প্রতিদিনের মত খামারী নুর আলম তার ৫শতাধিক হাসঁ নিয়ে বিলে যায়। হাসঁ বিলে নেমে বিলের ভিতরে খাবার খেতে শুরু করলে কিছু হাসঁ বিশক্রিয়ায় ছটফট করতে শুরু করে। এসময় কয়েকটি হাসঁ মারা যায়। এসময় ১০টি অতিথি পাখিও মারা যায়। এরপর একে একে শতাধিক হাঁসের মৃত্যু হয়। পরে এঘটনার ক্ষতি গ্রস্থ খামারী নুর আলম তাহিরপুর থানা লিখিত অভিযোগ দায়ের করে। পরে মন্দিয়াতা গ্রামের মাতাব্বরগন মন্দিয়াতা গ্রামের বাসিন্দা শফিক মিয়াকে এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ বৃহস্পতিবার সকালে গ্রামে শালিস বসে ৫৬ হাজার টাকা জরিমানা করে মিমাংসা করে দেয়। আর তাহিরপুর থানায় দায়ের করা অভিযোগটি উঠিয়ে নিবে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানায়,হাওর এলাকায় পানি শোকিয়ে যাওয়ায় হাসেঁর খামারীরা এখন টাংগুয়ার হাওরের খাবারের জন্য নিয়ে যায়। মধ্যনগর উপজেলা বাসিন্দা আন্তরপুর গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়াসহ গ্রামের কিছু লোক নিয়ে তার শশুর বাড়ি টাংগুয়ার হাওর পাড়ের মন্দিয়াতা গ্রামে অবস্থান করে তার সহযোগিদের নিয়ে দীর্ঘদিন ধরে হাওরে বিশ দিয়ে অতিথি পাখি ও মাছ নিধন করে আসছে। এত দিন আড়ালে থাকলেও হাসঁ মারা যাওয়ার কারনে তা এখন সবার মুখে মুখে। এই বিষয় বিল্লাল মিয়া জানান,আমি হাওরে বিশ দিয়ে অতিথি পাখি শিকার করি না। আমি নিজেও পাখি নিধনে বিরুদ্ধে কাজ করি। আমার বিরুদ্ধে যে বা অভিযোগ উঠিয়েছে তা মিথ্যা ও বানোয়াট। হাঁস নিধনের বিষয়ে গ্রামে বিচার বসে জরিমানা দিয়ে শেষ করা হয়েছে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে অতিথি পাখি নিধনের খবর পাই নি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি জানান,অতিথি পাখি নিধনে খবর পেয়ে আমি সরজমিনে তদন্ত করেতে এসেছি। এই বিষয় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।