দেশের প্রাথমিক স্তরের ঝরে পড়া (ড্রপ-আউট) শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তার লক্ষ্যে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই (এমওইউ) করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ মার্চ) কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনের ফাঁকে এ এমওইউ সই হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কিউএফএফডির পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারী স্মারকে সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাতারের উন্নয়ন তহবিলের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এ সমঝোতা স্মারক সই একটি মাইলফলক। চুক্তি অনুসারে, কাতার সরকার কিউএফএফডির মাধ্যমে প্রাথমিক স্তরের স্কুলের শিক্ষাবঞ্চিত সাড়ে ছয় লাখ শিশুর জন্য বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তার লক্ষ্যে ১২ লাখ ৬৮ হাজার মার্কিন ডলারের তহবিলের যোগান দেবে। প্রকল্পটি পরিচালনা করবে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, এডুকেশন অ্যাবাভ অল (ইএএ) মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশে কিউএফএফডিএর অধীনে পরিচালিত একটি আউটরিচ প্রোগ্রাম, যার বার্ষিক বাজেট ৬০০ মিলিয়ন ডলার।