বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০১টিতে জরিমানাসহ ০৩ টি অবৈধ ইটভাটা ধ্বংস ও বন্ধ করেছে র্যাব-১৫ ।
র্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প কর্তৃক ০৬ মার্চ ২০২২ তারিখ ১১.২০ ঘটিকায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় জনাব অরুপ রতন সিংহ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা এবং জনাব মোঃ আব্দুস সালাম, জুনিয়র কেমিস্ট, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা দ্বয়ের সহায়তায় র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায়, কয়লার পরিবর্তে বনের কাঠ ব্যবহার, পাহাড় থেকে মাটি কাটা, পাহাড়ের পাশে ইটভাটা স্থাপন করা এবং পরিবেশ বান্ধব অত্যাধুনিক চিমনি না থাকার অপরাধে ইট প্রস্তুত ও ভাড় স্থাপন আইনের ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ১৪/১৫ ধারা মতে জনৈক রুবেল এর KRE ব্রিক ফিল্ড প্রতিষ্ঠান কে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়। একই তারিখ ১৩.১০ ঘটিকায় র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে জনৈক মোঃ আবুল কালাম (৩৬) এর K.R.S ব্রিকফিল্ড প্রতিষ্ঠান, জনৈক মিলন বড়ুয়া (৫৬) এর M.H.B ব্রিকফিল্ড প্রতিষ্ঠান এবং জনৈক অনিথ বড়ুয়া (৩৮) এর S.R.B ব্রিক ফিল্ড প্রতিষ্ঠান এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নির্দেশে ধ্বংসসহ বন্ধ করা হয়েছে।