চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার দিরাই থানার পৃথক দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামি নিলেন্দু দাস চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন বিটেক বাজার এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব -৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৬ মার্চ ২০২৩ খ্রি. তারিখে ১৪:২০ ঘটিকার সময় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ১৫২৫ ঘটিকায় আসামি নিলেন্দু দাস, পিতা- মৃত নির্মল দাস, সাং- গাঘটিয়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজ মূখে উক্ত মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। উল্লেখ্য, বিজ্ঞ আদালত গত ২৮/৪/২০১৯ খ্রি. তারিখে জি আর ১৪৭/১৮ মামলায় ০২ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এছাড়াও বিজ্ঞ আদালত গত ২৫/৩/২০২১ খ্রি.তারিখ জি আর ২৭/১৮ মামলায় ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।