বিদ্যুৎ সেক্টরের চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশে বিদ্যুৎ সংকট দূর হবে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও আত্মঘাতী পদক্ষেপের কারণে জনগণের ভোগান্তি।
সোমবার (১০ অক্টোবর ) মতিঝিলের একটি রেস্তোরাঁয় এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা’র ৬৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে। সরকারের ফাঁকাবুলি বিদ্যুৎ সংকটকে ঘনীভূত করেছে।
লোডশেডিং বিদ্যুৎ সংকটের সমাধান করে জাতীয় অর্থনীতি ও জনজীবনে দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তিনি বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ না করে দেশব্যাপী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। সরকারের দুর্নীতির মাশুল জনগণকে দিতে হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের অদূরদর্শী ও ভুল সিদ্ধান্তের কারণেই এখন দেশবাসীকে লোডশেডিংয়ের দুর্ভোগে পড়তে হয়েছে।জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী বলেন, দেশটা আজ লুটারাদের হাতে বন্দি। এই লুটপাটের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেন, এই সরকারই শতভাগ বিদ্যুতায়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে। যার মধ্য দিয়ে সরকার জনগনের সাথে চরম মিথ্যার করেছে যা আজ দিবালোকের মত স্পষ্ট। এনডিপি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ হোসেন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, মহাসচিব আবদুল্লাহ আল মামুন, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, শিশু সংগঠক মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।